তৃতীয় দিনে তামিম-হৃদয়রা ব্যাট করলেন মাত্র ২৬ মিনিট

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2021-09-18T16:35:02+06:00
আপডেট হয়েছে - 2021-09-18T17:09:16+06:00
বাংলাদেশ 'এ' দল ও এইচপি দলের মধ্যকার চারদিনের ম্যাচের তৃতীয় দিনে রাজত্ব করেছে বৃষ্টি। সারাদিন জুড়ে বৃষ্টির বাধায় খেলা হয়েছে মাত্র ২৬ মিনিট। এই অল্প সময়ে কোনো উইকেট হারায়নি এইচপি দল।
[caption id="attachment_171946" align="aligncenter" width="720"]

[/caption]
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বাংলাদেশ 'এ' দল সংগ্রহ করে মোট ৩৩৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করেন
। সেঞ্চুরি হাতছাড়ার আক্ষেপ নিয়ে প্রথম দিনেই আউট হয়েছিলেন তিনি। উদ্বোধনী ব্যাটসম্যান
করেছিলেন ৫৮ রান।
দ্বিতীয় দিনে বাংলাদেশ 'এ' দলের পক্ষে দারুণ ব্যাটিং করেন ইরফান শুক্কুর। তার ব্যাট থেকে আসে ৮৫ রান। মোকাবেলা করেন ১৭৪ বল। হাঁকান ১০টি চার ও ২টি ছক্কা। ১২৪.১ ওভারে অলআউট হয় বাংলাদেশ 'এ' দল।
এইচপি দলের পক্ষে পেসার সুমন খান ৪টি এবং স্পিনার হাসান মুরাদ উইকেট শিকার করেন।
বাংলাদেশ 'এ' দলের ৩৩৯ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে এইচপি দল। ৩০ রানের মধ্যেই ৩টি উইকেট ফেলেন তরুণ ক্রিকেটাররা। ৪২ বলে ১২ রান করে
ের বলে বোল্ড হয়েছিলেন পারভেজ হোসেন ইমন। টানা দুই বলে
এবং শাহাদাত হোসেন দীপুর উইকেট শিকার করেন
।
তানজিদ হাসান তামিম ২১ রান ও
৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিলেন। তৃতীয় দিন সকাল থেকেই চট্টগ্রামে বৃষ্টি নামে। ফলে প্রথম সেশন পুরোটা চলে যায় বৃষ্টির কবলে। বৃষ্টি থামলে দুপুর ২টায় শুরু হয় খেলা। কিন্তু মাত্র ৫.৪ ওভার খেলা হতেই আবার শুরু হয় বৃষ্টি। ফলে আবারও খেলা বন্ধ হয়ে যায়।
দুপুরে ২৬ মিনিট খেলা হওয়ার পরে আবারও বৃষ্টি বাঁধ ভেঙে নামার ফলে আর খেলা সম্ভব হয়নি। তৃতীয় সেশনও পুরোটাই পরিত্যক্ত হয়েছে। তৃতীয় দিনে ৫.৪ ওভারে বাংলাদেশ হাই-পারফরম্যান্স দল যোগ করেছে ১৪ রান। তামিম ৭৯ বলে ৩১ রানে এবং হৃদয় ২৮ বলে ৯ রানে অপরাজিত আছেন।
তৃতীয় দিন শেষে এইচপি দলের সংগ্রহ ৩ উইকেটে ৫৫ রান। বাংলাদেশ 'এ' দল এখনো ২৮৪ রানে এগিয়ে আছে।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)
'এ' দল : ৩৩৯/১০ (১২৪.১ ওভার)
শান্ত ৯৬, শুক্কুর ৮৫, সাদমান ৫৮;
সুমন ৪/৫৬, মুরাদ ২/৫৩।
এইচপি দল : ৫৫/৩ (২৫.৪ ওভার)
তামিম ৩১*, ইমন ১২, হৃদয় ৯*;
নাঈম ২/৫, শহিদুল ১/১২
এইচপি দল ২৮৪ রানে পিছিয়ে।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।