দর্শকদের জন্য খারাপ লাগছে সাকিবের

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2019-09-24T22:38:34+06:00
আপডেট হয়েছে - 2019-09-24T22:48:15+06:00
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চ্যাম্পিয়নই হতে চেয়েছিল বাংলাদেশ। তবে সেই ট্রফি নিশ্চয়ই শুধু সাকিব আল হাসানের হাতেই দেখতে চেয়েছিলেন সমর্থকরা। বৃষ্টির কারণে ফাইনাল পণ্ড হয়ে যাওয়ায় সাকিবকে সেই ট্রফি ভাগাভাগি করে নিতে হয়েছে আফগান অধিনায়ক রশিদ খানের সাথে।

যদিও এ নিয়ে সাকিবের আক্ষেপ নেই। সাকিবের আক্ষেপ দর্শকদের নিয়ে, যারা বেশ ঝক্কি-ঝামেলা পোহানোর পরও ম্যাচ দেখতে এসেছিলেন স্টেডিয়ামে।




ফাইনাল ম্যাচের টিকিট বাজারে ছাড়া হয়েছিল আগেরদিন। কালোবাজারি আর অনিয়মের অভিযোগকে সঙ্গী করেই অনেক কষ্টেসৃষ্টে একেকটি টিকিট জোগাড় করেছিলেন দর্শকরা। ম্যাচের আমেজ টের পাওয়া যাচ্ছিল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই। দর্শকরা উৎসাহ নিয়ে ভিড় করছিলেন স্টেডিয়াম-পাড়ায়।
দর্শকদের সেই অপেক্ষার মধুর পরিণতি হয়নি। দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজে মাঠে থেকেও খেলা দেখা হয়নি। ম্যাচ যে কোনো বল মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে! ক্রিকেটের টানে মাঠে আসা সেই দর্শকদের জন্য সাকিবের কণ্ঠে রইল আক্ষেপ। তবে টুর্নামেন্টে নিজেদের পারফরম্যান্স নিয়ে স্বস্তি টের পাওয়া গেল অধিনায়কের কণ্ঠে।





সাকিব বলেন,
‘দর্শকদের জন্য এটি হতাশার। তারা অনেক আশা নিয়ে দারুণ একটি খেলা দেখতে এসেছিলেন। দুর্ভাগ্য... আমরা তো আর বৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল। ফাইনালে ওঠার ক্ষেত্রে কিছুসময় আমরা মার্জিত ক্রিকেট খেলতে পেরেছি। তরুণদের কয়েকজন খুবই ভালো করেছে।’
এই সিরিজ শেষেই সাকিব যাচ্ছেন সিপিএলে (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) খেলতে। যদিও এই আসরকেও তিনি দেখছেন জাতীয় দলের পরবর্তী মিশন
সফরের প্রস্তুতি হিসেবে।
সাকিব বলেন,
‘ভারত সিরিজের আগে কিছু ম্যাচ খেলতে পারা আমার জন্য দারুণ ব্যাপার হতে যাচ্ছে। ভারত সফর আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে।’
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।