██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

দারুণ প্রত্যাবর্তনের পরও মার্শালের আফসোস

দারুণ প্রত্যাবর্তনের পরও মার্শালের আফসোস
Siam Chowdhury

Siam ChowdhurySenior Sub-Editor

প্রকাশিত হয়েছে - 2019-01-17T12:59:08+06:00

আপডেট হয়েছে - 2019-01-17T12:59:08+06:00

মার্শাল আইয়ুব- দেশের ক্রিকেটের বড় এক নামই। তবে টি-২০ ক্রিকেটে তাকে দেখা যায় না বললেই চলে। ২০১৩ সালে বিজয় দিবস ক্রিকেটের পর আর কখনই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে দেখা যায়নি তাকে।

[caption id="attachment_67189" align="aligncenter" width="834"]
মায়েদের জয় উৎসর্গ করলো রাজশাহী
এদিন দীর্ঘ কয়েক বছর পর টি-২০ ক্রিকেট খেলতে নামেন মার্শাল আইয়ুব।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
[/caption] তবে এবার বিপিএলে তার ব্যাটেই জয় পেয়েছে রাজশাহী কিংস। বুধবার ঢাকা ডায়নামাইটসকে হারানোর ম্যাচে মার্শালই ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার। যেখানে ৩০ বলে ৪৫ রান করেও রয়ে গেছে মার্শালের আফসোস। সেই আফসোস অর্ধ-শতক না পাওয়ার, তাতে সন্দেহ নেই। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন,
একটু আফসোস তো আছেই
আরও কিছু রান করলে দলের জন্য ভালো হতো
,
নিজের জন্যও ভালো হতো
ইনিংসটা আরও ভালোভাবে শেষ করতে পারতাম
।’
টি-২০ ক্রিকেট না খেলতে খেলতে শেষ কবে খেলেছিলেন মার্শাল ভুলে গেছেন সেটিই! তবে এতদিন পর খেলতে নেমেও কাজ করেনি কোনো জড়তা। তিনি বলেন,
কবে খেলেছি ঠিক মনে নেই। অনেক দিন পর নেমেছি
শুরুতে একটু স্নায়ুচাপ কাজ করেছে
তবে প্রথম বাউন্ডারিটা মারার পর স্বচ্ছন্দ হয়ে গেছি
।’
তিনি জানান, বলে বলে রান তোলাই ছিল ক্রিজে থাকার সময় তার লক্ষ্য। একইসাথে নজর রেখেছেন পাওয়ারপ্লেতে রান তুলে দলের রানরেট ভালো রাখার দিকেও,
লক্ষ্যই ছিল প্রতি বলে রান করা
পাওয়ার প্লে কাজে লাগানো
দলের রানরেট যেন ভালো থাকে
।’
তবে বিপিএল ছাড়াও স্থানীয়দের নিয়ে আরও একটি টি-২০ টুর্নামেন্ট আয়োজনের যে দাবি, ফুরিয়ে যাননি জানান দিয়ে মার্শাল প্রেসে সেই আবদার রেখে গেলেন। তিনি বলেন,
আমাদের চার দিনের ম্যাচ আর ওয়ানডে ছাড়া আর কোথাও তো নিজেকে প্রমাণ করার জায়গা নেই
আমিও টি-২০ খেলতে পারি
,
প্রমাণটা যে করব সেই জায়গা কোথায়
?
ওয়ানডেতে এটা প্রমাণ করা কঠিনই
স্থানীয় কোনো টি-২০ টুর্নামেন্ট হয় না
,
এক বিপিএল ছাড়া
বিপিএলের বাইরে আরেকটি টি-২০ টুর্নামেন্ট হলে স্থানীয়রা নিজেকে প্রমাণের সুযোগ পাবে
।’
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.