দুই ম্যাচের জন্য নিষিদ্ধ আফগানিস্তানের শাহজাদ

RaiyanEditor
প্রকাশিত হয়েছে - 2018-03-07T22:16:06+06:00
আপডেট হয়েছে - 2018-03-07T22:44:21+06:00
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৮ এর কোয়ালিফায়ারের আসন্ন দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন
ের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ।
গত ২৪ মাসের মধ্যে আবারো ডিমেরিট পয়েন্ট পাওয়ায় এ নিষেধাজ্ঞার মুখোমুখি হন তিনি। আইসিসির আইনের ২.১.৮ ধারা অমান্য করায় তাঁকে এক ডিমেরিট পয়েন্ট ও ১৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করে ক্রিকেট নিয়ন্ত্রক সর্বোচ্চ সংস্থাটি।
এর আগে ২০১৬ সালের ১২ ডিসেম্বর দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ডিমেরিট পয়েন্ট ও শতভাগ ম্যাচ ফি জরিমানা করা হয়েছিল তাঁকে। নতুন এক পয়েন্ট যোগ হয়ে চার পয়েন্ট হওয়ায় আইসিসি আইনের আর্টিকেল ৭.৬ অনুযায়ী তিনি দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।
এরই ফলাফল হিসেবে মার্চের আট ও দশ তারিখ যথাক্রমে হংকং ও নেপালের বিপক্ষে ম্যাচ দুটি মিস করবেন তিনি। মঙ্গলবার টেনডাই চাতারার বলে ম্যালকম ওয়ালারের ক্যাচ হয়ে আউট হয়ে ফিরে যাওয়ার সময় পিচে ব্যাট দিয়ে আঘাত করেন যার ফলে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা।
অন্যদিকে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ও আফগানিস্তানের মুজিব জাদরানকেও শাস্তি দেওয়া হয়েছে ভিন্ন দুই আইনে।
আইসিসি আইনের ২.১.৫ ধারা অনুযায়ী আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসম্মতি জানানোয় টেইলর ও ২.২.৮ ধারা অনুযায়ী প্রতিপক্ষ প্লেয়ারের দিকে বস্তু ছুঁড়ে মারার জন্য দণ্ডিত হন মুজিব জাদরান।
ম্যাচ ফি'র ১৫ শতাংশ কেটে নেয়া হয়েছে টেইলরের, সাথে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। নিজের দোষ স্বীকার করায় এ সিদ্ধান্ত তাঁর বিপক্ষে। মুজিব জাদরানের ক্ষেত্রে ৫০ শতাংশ জরিমানার সাথে তিন ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে কারণ দোষ স্বীকার করেন নি তিনি।
ঐ ম্যাচের শেষ দিকে মুজারাবানির বলে দাওলাত জাদরানের বিপক্ষে করা লেগ বিফোরের আবেদনে আম্পায়ার শামসুদ্দিন সাড়া না দিলে আম্পায়ারের প্রতি রুষ্ট হন টেইলর। অফস্পিনার মুজিব জাদরান নিজের বলে ফিল্ডিং করে অযথা বিপজ্জনকভাবে ব্যাটসম্যানের দিকে বল ছুঁড়ে দেন। অল্পের জন্য রক্ষা পান টেইলর।
আরেক ম্যাচে হংকং দলের নিজাকাত খান ৫০ শতাংশ ম্যাচ ফি ও তিন ডিমেরিট পয়েন্ট পেয়েছেন।
আরো পড়ুনঃ