নিজের প্রথম বিপিএল নিয়ে উচ্ছ্বসিত আকবর

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-01-19T17:00:01+06:00
আপডেট হয়েছে - 2022-01-19T20:25:12+06:00
যুব বিশ্বকাপের পর প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন আকবর আলী। নিজের প্রথম বিপিএল নিয়ে উদ্দীপনা কাজ করছে আকবরের।
[caption id="attachment_188741" align="aligncenter" width="640"]

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অনুশীলনে আকবর।[/caption]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।। তবে খেলা হয়নি একটি ম্যাচও। জাতীয় দলের আগে টি-টোয়েন্টির অভিজ্ঞতা হয়েছিল বঙ্গবন্ধু কাপে। সেবার লোকাল ক্রিকেটারদের আয়োজন হলেও বিপিএলে এই প্রথম খেলছেন আকবর।
নিজের প্রথম বিপিএল নিয়ে আশাবাদী বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক।
তিনি বলেন,
'বিপিএল নিয়ে সবাই এক্সাইটেড। বিশেষ করে আমার জন্য অনেক স্পেশাল। যেহেতু আমার প্রথম বিপিএল, অনেক এক্সাইটেড।'
গুঞ্জন রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের অধিনায়কত্ব হয়তো পেতে পারেন আকবর। তবে এসব এখনও গুঞ্জন। এই ব্যাপারে মুখ খোলেননি আকবরও। তবে দায়িত্ব যার কাঁধেই উঠুক, দলের জয়ে অবদান রাখতে চান তিনি।
'এসব নিয়ে এখনও কথা হয়নি। ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। আমার চেষ্টা থাকবে দলে যে ভূমিকা থাকলে সেখান থেকে দলের জয়ে অবদান রাখা।'
[caption id="attachment_110576" align="aligncenter" width="472"]

আকবর আলী। ফাইল ছবি[/caption]
কোভিডের নতুন ধরণ ‘ওমিক্রন’ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। যে কারণে দিন দিন শনাক্তের হার বাড়ছে। এই তো কয়েকদিন আগেই বিপিএলে হানা দিয়েছে কোভিড। সৌম্য সরকারসহ বেশ কয়েকজন ক্রিকেটার ও স্টাফ কোভিডে আক্রান্ত হয়েছেন। কঠিন সময়ে বিধিনিষেধ অনুযায়ী চলার চেষ্টা করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বললেন আকবর।
'আমরা চেষ্টা করছি যতটুকু আমাদের হাতে রয়েছে কোভিড প্রটোকল অনুযায়ী মেনে চলার। কোভিডের ব্যাপারে তো আমাদের কিছু করার নেই। তারপরও চেষ্টা করছি এটা থেকে কিভাবে বেঁচে থাকা যায়।'-
বলেন তিনি।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।