প্রথম দিনেই চালকের আসনে বিসিবি একাদশ

Imran Hasanসম্পাদক
প্রকাশিত হয়েছে - 2019-07-22T18:32:57+06:00
আপডেট হয়েছে - 2019-07-22T18:42:20+06:00
কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) বিপক্ষে প্রথম ইনিংসে ৫৬ রানে এগিয়ে থেকে দিন শেষ করল বিসিবি একাদশ। সাদমান ইসলামের ৫৯ রানে আউটের পর জহুরুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত'র দৃঢ়তায় প্রথম দিনের বাকিটা সময় কাটিয়ে দেয় সফরকারীরা।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৭৯ রানে অলআউট হয় কেএসসিএ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই
ের উইকেট হারায় সফরকারীরা। উদ্বোধনি জুটিতে পরিবর্তন এনে আজ সাইফকে সাদমানের সাথে ক্রিজে পাঠায় বিসিবি একাদশ।





তবে সুবিধা করতে পারেননি তিনি। ৩ রান করে দলীয় ৬ রানে সাজঘরে ফিরেন তিনি। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে সাদমানের সাথে দলের হাল ধরেন মুমিনুল। দুজনে মিলে সাবধানতার সাথে এগিয়ে যেতে থাকেন। চা বিরতির কিছুক্ষণ আগে ১০ রান করা মুমিনুলকে আউট করেন আনান দোদ্দামানি।
নাগা ভারাতের হাতে ক্যাচ দিলে ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। এরপর জহুরুল ইসলাম জুটি গড়েন সাদমানের সাথে। ক্রিজের এক প্রান্তে রানের চাকা সচল রেখে খেলতে থাকেন সাদমান। আর এতে দলকে লিড এনে নেওয়ার পাশাপাশি পেয়ে যান অর্ধশতক পূর্ণের স্বাদ।





অর্ধশতক পূর্ণ করে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি সাদমান। দেবাইয়ার বলে ব্যক্তিগত ৫৯ রানে বোল্ড হন তিনি। এর ফলে দলীয় ৯৫ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারীরা। সাতার আউটের পর ক্রিজে জহুরুলের সাথে যোগ দেন শান্ত। এ দুই ব্যাটসম্যানের দৃঢ়তায় দিনের বাকিটা সময় পার করে দেয় বিসিবি একাদশ। দিনশেষে ২৮ রানে জহুরুল ও ২৭ রানে অপরাজিত থাকে শান্ত। ৫৬ রানের লিড নিয়ে আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবে সফরকারীরা।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে সফরকারী বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিক ব্যাটসম্যানরা।
,
ও আরিফুল হক এ ত্রয়ীর অগ্নিঝরা বোলিংয়ে ৪১ ওভারেই অলআউট হয় কেএসসিএ। সবকয়টি উইকেট হারানোর আগে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে জমা করতে সক্ষম হয় ৭৯ রান।
সফরকারী বোলারদের মধ্যে শহিদুল নেন সর্বোচ্চ ৫ উইকেট। তাছাড়া আরিফুল ৩ উইকেট ও এবাদতের প্রাপ্তিতে মেলে ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
প্রথম দিন শেষে;
কেএসসিএ (১ম ইনিংসে): ৪১ ওভারে ৭৯/১০
দেবায়া ১৮, প্রভীন ১৬, ; শহিদুল ১৬-৭-২০-৫, এবাদত ১৬-৬-৩৬-২, আরিফুল ৯-৪-২২-৩।
বিসিবি একাদশ (১ম ইনিংস): ৪৪ ওভারে ১৩৫/৩
সাইফ ৩, সাদমান ৫৯, মুমিনুল ১০, জহুরুল ২৮*, ২৭।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।