প্রথম সেশন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2017-02-12T00:45:26+06:00
আপডেট হয়েছে - 2017-02-12T00:45:26+06:00

ম্যাচের এখনো বাকি দুই দিন। তবু চতুর্থ দিনের প্রথম সেশনের চোখ থাকবে দুই দলের। ্
ম্যাচ বাঁচাতে পারবে কিনা তা অনেকটা নির্ভর করছে চতুর্থ দিনের প্রথম সেশনের ওপর। এমনটা মনে করছেন সাকিব আল হাসানও।
তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।। সাকিব মনে করেন চতুর্থ দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ।
সাকিব বলেন, "অবশ্যই
এখন ফ্রন্টফুটে আছে। আমাদের কালকের প্রথম সেশনের প্রথম দুই ঘণ্টায় সত্যি খুব ভাল খেলতে হবে। আমরা যদি উইকেট না হারাই, প্রথম সেশনে ১০০/১২০ বা তার কাছাকাছি রান করতে পারি তাহলে আমরা একটা ভালো অবস্থানে এসে পড়বো। তবে এখনো আমরা এ ম্যাচ থেকে অনেক দূরে।"
সাকিব জানান ফলো অন এড়িয়ে ভারতকে আবারো ব্যাটিংয়ে নামানোই বাংলাদেশের লক্ষ্য। সেক্ষেত্রে মুশফিকুর ও মেহেদি হাসান মিরাজের দিকেই চোখ থাকবে সবার।
তৃতীয় দিনে পিচ ভারতের স্পিনারদের তেমন সাহায্য করেছেন বলে মনে করেন না সাকিব। বেশ স্বছন্দেই খেলেছেন তিনি। সাকিব বলেন, "আমি যখন স্পিনারদের বল খেলছিলাম তখন খুব ভাল উইকেট মনে হচ্ছিলো। এটা স্পিনারদের খুব বেশি একটা সাহায্য করেছে বলে মনে হয় না। আমি যতটা সম্ভব ইতিবাচকভাবে খেলার চেষ্টা করছিলা। বল ব্লক না করে বরং রান করার চেষ্টা করছিলাম।"
প্রথম ইনিংসে ভারতের করা ৬ উইকেটে ৬৮৭ রানের জবাব দিতে নেমে ৬ উইকেটে ৩২২ রান করে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ৪৮৮ রান করলে ফলো অন এড়াতে সক্ষম হবে টাইগাররা। এর জন্য ৪ উইকেটে আরও ১৬৬ রান তুলতে হবে বাংলাদেশের। ক্রিজে আছেন
ও মেহেদি হাসান মিরাজ। তৃতীয় দিনের শেষ সেশনে কোনো উইকেট পড়তে দেননি দুজন। তাদের অবিচ্ছিন্ন জুটিই জ্বালিয়েছে আশার আলো।
আরো পড়ুনঃ
-আজমল তানজীম সাকির, প্রতিবেদক, বিডিক্রিকটাইম ডট কম