বাংলাদেশকে পেলেই জ্বলে ওঠেন রাবাদা

Nader Chowdhuryক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2021-11-02T18:43:28+06:00
আপডেট হয়েছে - 2021-11-02T18:43:55+06:00
বাংলাদেশকে সামনে পেয়ে আরও একবার জ্বলে উঠলেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা৷ বল হাতে একাই তিনি ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের টপ অর্ডারকে৷ আর সেই ধাক্কা সামলাতে না পেরে বাংলাদেশ দলের ইনিংসও গুটিয়ে গেছে মাত্র ৮৪ রানে৷
[caption id="attachment_178697" align="alignnone" width="700"]

বাংলাদেশের বিপক্ষে আরো একবার উজ্জ্বল কাগিসো রাবাদা[/caption]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।আইসিসি টি-২০ বিশ্বকাপের এবারের আসরে বল হাতে খুব একটা ভালো সময় যাচ্ছিল না দক্ষিণ আফ্রিকান এই গতি তারকার৷ সুপার টুয়েলভে আগের তিন ম্যাচে মাত্র দুই উইকেট শিকার করতে পেরেছিলেন রাবাদা৷ শ্রীলঙ্কার বিপক্ষে তো বেশ খরুচেই ছিলেন এই পেসার৷ তিন ওভারে ৩২ রান দিয়ে ঐ ম্যাচে উইকেটশূন্য ছিলেন।
অবশেষে প্রিয় প্রতিপক্ষ বাংলাদেশকেই ফর্মে ফেরার উপলক্ষ্য বানালেন কাগিসো রাবাদা ৷ আজ ৪ ওভারে মাত্র ২০ রানের খরচায় ৩টি উইকেট তুলে নিয়েছেন এই গতি তারকা। নিজের প্রথম স্পেলের তিন ওভারেই ম্যাচের গতিপথ নির্ধারণ করে দিয়েছেন তিনি৷ দ্বিতীয় ওভারে টানা দুই বলে ফিরিয়েছেন নাইম শেখ আর সৌম্য সরকারকে৷ তার পরের ওভারে এসে তুলে নিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিমের উইকেটও৷
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক ঘটে রাবাদার। বৃষ্টিবিঘ্নিত সেই খেলায় ৮ ওভারে ১৬ রান দিয়ে ছয় উইকেট তুলে নিয়েছিলেন তিনি৷ তাইজুল ইসলামের পর দ্বিতীয় বোলার হিসাবে অভিষেকে হ্যাটট্রিক করার গৌরবও অর্জন করেন৷
[caption id="attachment_178699" align="alignnone" width="700"]

একদিনের ক্রিকেটে অভিষেকে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রাবাদা[/caption]
সেই স্বপ্নের অভিষেকের পর থেকেই বাংলাদেশের বিপক্ষে ধারাবাহিকভাবেই ভালো পারফর্ম করে যাচ্ছেন রাবাদা৷ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে সাতটি ম্যাচ খেলেছেন তিনি৷ সেই সাত দেখায় মাত্র ৪.৭৪ ইকোনমিতে বল করে বাগিয়েছেন ১৩ টি উইকেট৷ ক্ষুদ্রতম সংস্করণে এটি বাংলাদেশের সাথে রাবাদার দ্বিতীয় সাক্ষাৎ। আগেরবারের সেই দেখায় ২৮ রানের খরচায় ২ উইকেট তুলে নিয়েছিলেন তিনি৷
কুইজ খেলে প্রতিদিন বাইক জিততে
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।