বাংলাদেশি ব্যাটসম্যানদের ‘দুর্বলতা’ আগেই জানতেন শামি!

Tariqul IslamEditor
প্রকাশিত হয়েছে - 2020-04-23T14:23:58+06:00
আপডেট হয়েছে - 2020-04-23T14:23:58+06:00
অভিজ্ঞতার বিচারে বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে ফেলেছে বাংলাদেশ দল। তবে টেস্ট অভিষেকের এতো বছর পরেও সাফল্য খুঁজতে মরিয়া টাইগাররা। এই ফরম্যাটে যেন সহজেই পড়া যায় মুমিনুল হকদের! বাংলাদেশি ব্যাটসম্যানদের দুর্বলতার জায়গা আগেই রপ্ত করে ফেলেছেন মোহাম্মদ শামি’রা।

গতবছরের শেষদিকে
সফরে গিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিরোধ গড়তে পারলেও টেস্টে রীতিমত নাকানিচুবানি খেতে হয় সফরকারীদের। সেবারই প্রথমবারের মত ফ্লাডলাইটের নিচে দিবারাত্রির টেস্ট খেলতে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সের এই টেস্ট ছিল গোলাপি বলে ভারতেরও প্রথম ম্যাচ।





সেই ম্যাচে ইনিংস ও ৪৬ রানের ব্যবধানে হারে সফরকারীরা। যেখানে এর আগে গোলাপি বলে না খেললেও টাইগার ব্যাটসম্যানদের বড়সড় পরীক্ষা নিয়েছিলেন ভারতীয় পেসাররা। তবে প্রথমবার বল করতে এসে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন শামি। পরে বুঝতে পারেন বাংলাদেশি ব্যাটসম্যানরা শর্ট বলে দুর্বল, এরপর ক্রমাগত সেটাই করতে থাকেন তিনি।
সম্প্রতি জাতীয় দলের সতীর্থ মনোজ তিওয়ারির সাথে ইনস্টাগ্রামে সরাসরি আড্ডার ফাঁকে এমনই মন্তব্য করেন শামি,
‘সত্যি বলতে গোলাপি বলে কী আছে তা শুরুতে আমি ধরতে পারছিলাম না। ম্যাচটা বিকেলের দিকে শুরু হয়। যখন আমরা বাংলাদে
শের বিপক্ষে দিবারাত্রির টেস্টটি খেলি, খেলা ছিল এসজি বলে। বলটাতে আলাদা একটা অনুভূতি হচ্ছিল, আমরা বুঝতে পারছিলাম না, কখন এটা ম্যুভ বা সুইং করবে।’





‘বোলিং করতে গিয়ে কী করবো বুঝতে পারছিলাম না। পরে শর্ট বল করার সিদ্ধান্ত নিলাম। লক্ষ্য করে দেখেছি কেউ টানা শর্ট বল করতে থাকলে বাংলাদেশের ব্যাটসম্যানরা অহেতুক ভয় পেয়ে যায়। সত্যি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। যা বলার তা বলতেই হবে।’
সাথে আরও জানান তিনি।
প্রসঙ্গত, ওই ম্যাচে ভারতীয় পেসারদের কাছেই রীতিমত নাকাল হন মুমিনুল, লিটন, মাহমুদউল্লাহরা। স্বাগতিক দলের ৩ পেসার ইশান্ত শর্মা, উমেশ যাদব ও শামি মিলেই তুলে নেন প্রথম ইনিংসের ১০ উইকেট। দ্বিতীয় ইনিংসে যাদব নেন ৫ উইকেট, ইশান্ত ৪টি। এতেই গুঁটিয়ে যায় টাইগাররা।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।