বাংলাদেশের পেস বোলিং কোচ হতে আগ্রহী টেইট

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2022-01-19T12:04:48+06:00
আপডেট হয়েছে - 2022-01-19T12:11:23+06:00
বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচের দায়িত্ব পালনের জন্য টেইট এখন বাংলাদেশে অবস্থান করছেন।
[caption id="attachment_188682" align="aligncenter" width="800"]

বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করছেন টেইট। ছবি : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স[/caption]
ওটিস গিবসন চলে যাওয়ায় বাংলাদেশের পেস বোলিং কোচের পদ আপাতত ফাঁকা। সেই পদে কাজ করতে আগ্রহী কি না, গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে ইতিবাচক মনোভাব পোষণ করেন টেইট।
টেইট বলেন,
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।'হ্যাঁ, অবশ্যই আমি আগ্রহী। কাকে বেছে নেবে তা চূড়ান্ত করার জন্য তাদের (বিসিবি) হাতে সময় আছে। তবে যদি আমি সুযোগ পাই তাহলে দারুণ হবে।'
এর আগে চিটাগং কিংসের হয়ে বিপিএল খেলা টেইট এবার চট্টগ্রামেরই আরেক দলের কোচ। নতুন ভূমিকায় অস্ট্রেলীয় কিংবদন্তি বেশ উচ্ছ্বসিত।
টেইট জানান,
'আগের মতই একই গুরুত্ব, তবে এবার ভিন্ন রঙ, ভিন্ন ভূমিকা। কোচ হিসেবে এই দলে যুক্ত হতে পেরে ভালো লাগছে। এখন একটু নির্ভার, খেলোয়াড় সত্ত্বার চেয়ে কোচ সত্ত্বা ধারণ করা একটু সহজ।'
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচ হিসেবে শিষ্যদের নিয়ে বেশি কাজ করার সুযোগ থাকে না। চট্টগ্রামে রেজাউর রহমান রাজা,
, মুকিদুল ইসলাম মুগ্ধদের নিয়ে কাজ করার আগে টেইট গুরুত্ব দিচ্ছেন সম্পর্ক গড়ে তোলার দিকে।
তিনি বলেন,
'খেলোয়াড় থাকাকালে আমিও বিভিন্ন দেশে লিগ খেলেছি। এ সময় পছন্দের নানা কোচের সাথে কাজ করেছি। অল্প সময়ের জন্য অনেক খেলোয়াড় নিয়ে কাজ করতে হয়। অনেককেই আমরা চিনি না। তাই একটু কঠিন। প্রথম ৪-৫ দিন মানিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। টুর্নামেন্ট শেষ করে যেতে যেতে অবশ্য অনেক সুন্দর সম্পর্ক হয়ে যাবে।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।