বিপদে আজমলরা,পড়তে পারতেন রাজিবরাও!

Rasheduzzaman Rakibক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2017-12-22T21:40:12+06:00
আপডেট হয়েছে - 2017-12-22T22:00:31+06:00
উগান্ডা ক্রিকেট অ্যাসেসিয়েশন আয়োজিত সেই দেশের রাজধানী কাম্পালায় টি-২০ লিগ অনুষ্ঠিত হবার কথা। সেখানে অংশ নিতে গিয়েছিলেন
ের ২০ জন সাবেক ক্রিকেটার। কিন্তু এই টুর্নামেন্টের স্পন্সর কোম্পানি অর্থায়নের প্রতিশ্রুতি থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় লিগটি আরে মাঠে গড়াচ্ছে না। যার ফলে পাকিস্তানের ক্রিকেটাররা আটকে গেছেন কাম্পালায়। পাশাপাশি পাচ্ছেন না চুক্তির অর্থ। একই অবস্থার সম্মুখীন হতে পারতেন
ের কয়েকজন ক্রিকেটারও।

আর্থিক সমস্যার কারণে পুরো লিগ বাতিল হলেও চুক্তির ৫০ শতাংশ অর্থ দাবি করেন পাকিস্তানের ক্রিকেটাররা। তবে স্পন্সর না থাকায় অর্থ দিতে অপরাগতা জানায় উগান্ডা ক্রিকেট অ্যাসেসিয়েশন। যার ফলে বিশাল বিপদে পড়েছেন সাঈদ আজমল, ইয়াসির হামিদ, ইমরান ফরহাতের মতো ক্রিকেটাররা। পাকিস্তান জাতীয় দলের সাবেক স্পিনার
সাইদ আজমল এই প্রসঙ্গে বলেন, 'অর্থ উপার্জনের লক্ষ্যে আসলেও এখন নিজেদের পকেটের টাকা দিয়ে থাকা-খাওয়া করতে হচ্ছে। দেশেও ফিরতে হবে গাঁটের পয়সা খরচ করে। আমরা পিসিবি এবং পাকিস্তান দূতাবাসের সাথে যোগাযোগ করেছি। আশা করা যায় আগামীকাল (শনিবার) দেশে ফিরতে পারবো।'
এদিকে একই বিপদে পড়তে গিয়েও বেঁচে গেছেন বাংলাদেশের শাহাদাত হোসেন, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন মিলনরা। উগান্ডার এই লিগে খেলতে তারাও যেতে চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ায় আমন্ত্রণ পেয়েও যাওয়া হয়নি বাংলাদেশি ক্রিকেটারদের। প্রথমে অখুশি থাকলেও উগান্ডার লিগের বর্তমান অবস্থা শুনে স্বস্থিতে বাংলাদেশি ক্রিকেটাররা।
প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে শাহাদাত হোসেন রাজীব বলেন,
'এই ঘটনা! বিসিবি আমাদের বলছিল অনুমতি দেওয়া হবে না। তারপরও যদি সেখানে যাও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হবে। বিসিবি তো জানে কোনটা বৈধ আর কোনটা অবৈধ। এখন সব দেশই চায় টি-টোয়েন্টি লিগ করতে। যাওয়ার অনুমতি পাইনি, অনেক ভালো হয়েছে।’
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসি আনুমোদিত বলেই ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিয়েছিল। কিন্তু আয়োজনে এমন সমস্যার সমাধানে আইসিসির দ্বারস্থ হবে পিসিবি।
[আরো পড়ুনঃ ক্যারিয়ার সেরা ইনিংস খেলেও দুর্ভাগা শান্ত!]