বিপিএলে আসছেন টেইট, শোয়েব, হরভজন!

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2021-12-09T22:00:41+06:00
আপডেট হয়েছে - 2021-12-09T22:00:41+06:00
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজি আখতার গ্রুপ এবারও অংশ নিচ্ছে। গতবারের মত এবারও চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি হয়ে অংশ নেবে প্রতিষ্ঠানটি।
[caption id="attachment_126248" align="aligncenter" width="700"]

বিপিএলের গত আসরে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফাইল ছবি[/caption]
ফ্র্যাঞ্চাইজি ও দলের নাম ঘোষণার আগেই আখতার গ্রুপ নিচ্ছে চমক সৃষ্টির প্রস্তুতি। খেলোয়াড়দের তালিকায় তারকাদের নাম অন্তর্ভুক্তির সুযোগ পাওয়া যাবে প্লেয়ার্স ড্রাফটে। তার আগে দলটি ব্যস্ত কোচ-পরামর্শকের তালিকায় হেভিওয়েট ব্যক্তিত্বদের অন্তর্ভুক্তিতে।
গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে বিপিএলে অংশ নেওয়া দলটি এবার পরামর্শক হিসেবে আনতে চায়
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।ের কিংবদন্তি পেসার শোয়েব আখতারকে। এ নিয়ে শোয়েবের সাথে আলোচনা চলছে, মিলেছে ইতিবাচক সাড়াও।
শুধু শোয়েবই নন, বিশ্ব ক্রিকেটের আরেক কিংবদন্তিকে দেখা যেতে পারে চট্টগ্রামে। দলটির পেস বোলিং কোচ হওয়ার দৌড়ে আছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার শন টেইট। এর আগে খেলোয়াড়ের ভূমিকায় বিপিএল মাতিয়ে যাওয়া টেইটের সাথেও আলোচনা অনেকদূর এগিয়ে নিয়েছে আখতার গ্রুপ।
[caption id="attachment_107518" align="aligncenter" width="1031"]

এবারও প্রধান কোচের ভূমিকায় থাকবেন পল নিক্সন। ফাইল ছবি[/caption]
গত আসরের মত এবারও দলটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন পল নিক্সন। তবে শুধু কোচদের নিয়ে ভাবতেই যে ফ্র্যাঞ্চাইজিটি ব্যস্ত, এমন নয়। খেলোয়াড় তালিকা ভারি করতে প্লেয়ার্স ড্রাফটের জন্য বসে নেই তারা। বিপিএলের অষ্টম আসরে খেলার জন্য
ীয় কিংবদন্তি হরভজন সিংয়ের সাথে কথা বলে রেখেছে দলটি।
বিসিসিআইয়ের চুক্তিতে না থাকায় ভিনদেশের টুর্নামেন্টে খেলতে এখন কোনো বাধা নেই হরভজনের। তাকে তাই এবার দেখা যেতে পারে বিপিএলে, চট্টগ্রামের জার্সিতে।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।