বিশ্বকাপের থিম সং নিয়ে টুইটারে সমালোচনার ঝড়

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2021-09-23T22:02:09+06:00
আপডেট হয়েছে - 2021-09-23T22:38:27+06:00
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) আইসিসি প্রকাশ করেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের থিম সং। দীর্ঘ পাঁচ বছর পর মাঠে গড়াতে যাওয়া বিশ্বকাপের থিম সং নিয়ে শোরগোল পড়ার কথা ক্রিকেট বিশ্বে। তবে থিম সংটি কাঙ্ক্ষিত সাড়া ফেলতে পারেনি।

উল্টো আইসিসিকে সমর্থকদের তোপের মুখে পড়তে হয়েছে। সমর্থকদের দাবি, থিম সংয়ের ভিডিওতে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে গুরুত্ব দেওয়া হয়নি। খেলোয়াড়দের অ্যাভাটার ব্যবহার করলেও মাত্র চারজনের উপস্থিতি হতাশ করেছে ভক্তদের। কেউ আবার গানটিকেই বলেছেন 'আবর্জনা'!
আরও পড়ুন : মুক্তি পেল টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং
তবে গুরুতর অভিযোগ এনেছেন
ের সমর্থকরা। সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে এনিমেশনে স্থান না দেওয়ায় আইসিসির কড়া সমালোচনায় মেতেছেন দেশটির সমর্থকরা। কেউ কেউ দাবি করেছেন, আইসিসি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ধারণা চুরি করে বানিয়েছে এই থিম সং।
২০১৪ সালে
ে অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসর। অনেকেই সেই আসরের থিম সং 'চার-ছক্কা হই হই' গানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সেরা থিম সং হিসেবে আখ্যায়িত করেছেন।
একনজরে দেখে নিন থিম সং নিয়ে উল্লেখযোগ্য কিছু মন্তব্য-
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।