বিশ্বকাপে বল ‘না পাওয়া' শাহাদত আলো ছড়ালেন বিকেএসপিতে

Tariqul IslamEditor
প্রকাশিত হয়েছে - 2020-02-18T21:00:55+06:00
আপডেট হয়েছে - 2020-02-18T21:00:55+06:00
দুর্দান্ত পারফর্ম করে প্রথমবারের মত বিশ্বজয় করলো বাংলাদেশ দল। অনূর্ধ্ব-১৯ এর দলটায় এতো বেশি পারফর্মার ছিল যে গোটা টুর্নামেন্টে বল করার সুযোগই পাননি শাহাদাত হোসেন দীপু। তবে বিকেএসপিতে আজ (মঙ্গলবার) বল হাতে বাজিমাত করলেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় সদ্য সমাপ্ত যুব বিশ্বকাপ থেকে শিরোপা জিতে দেশে ফিরেছে যুবা টাইগাররা। যেখানে ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন শাহাদাত। তাতেই সুযোগ মিলেছে জিম্বাবুয়ের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচে। সাভারের বিকেএসপিতে এই ম্যাচ খেলতে নেমে নিজের অফস্পিন প্রতিভায় মুগ্ধ করলেন তিনি।




পার্টটাইমার হিসেবে বোলিং করতে এসে ৮ ওভারে দুই মেডেনের সাহায্যে ১৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন শাহাদাত। মূলত এখানেই ভেঙে পরে সফরকারী দলটির ব্যাটিংয়ের মেরুদণ্ড। ম্যাচ শেষে নিজের বোলিং নিয়ে জানাতে গিয়ে শাহাদাত বলেন,
‘আমি কিন্তু গোটা বিশ্বকাপে বল করিনি। এখানে উইকেট পাওয়াতে আত্মবিশ্বাসের জায়গাটা হয়তো বাড়বে যদি এটা নিয়মিত করতে পারি।’
‘আসলে বিশ্বকাপে আমাদের কিন্তু অনেকগুলো বোলিং অপশন ছিল। চারটা জেনুইন বোলারের সাথে দুজন অনিয়মিত বোলার ছিল। তো ওই ক্ষেত্রে ৬টা বোলারই ব্যবহার করতো। কারণবশত কেউ যদি খারাপ করতো তাহলে হয়তো আমি আসতাম। কিন্তু কেউ খারাপও করেনি আমারও আসতে হয়নি।’
সাথে যোগ করেন তিনি।





বিশ্বজয়ের ট্রফি নিয়ে দেশে ফিরে বিশ্রামের তেমন সুযোগ হয়নি শাহাদাতের। কয়েকদিনের ব্যবধানে অনুশীলন ছাড়াই নেমে পড়তে হয়েছে ম্যাচে। তবে দেশের স্বার্থ এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে বিশ্রামকে কোনো ইস্যু বানাতে চান না শাহাদাত।
এ প্রসঙ্গে শাহাদাত জানান, ‘
দেখেন আমাদের কাজই কিন্তু খেলা। হ্যা বিশ্রাম দরকার খেলারও দরকার। আমরা বেশি সময় পাইনি, চার-পাঁচদিন হবে। আমাদের কাজই এটা। এটাই আমাদের সবকিছু। এখানে ভালো খেললে আগামীতে যাওয়াটা সহজ আরকি।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।