বিশ্বজয়ের লক্ষ্যেই বিশ্বকাপে যাবেন মুশফিক

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2021-10-02T11:12:54+06:00
আপডেট হয়েছে - 2021-10-02T11:12:54+06:00
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ততম ফরম্যাটের এই বিশ্বকাপে বাংলাদেশ বিশ্বকাপের জন্যই খেলবে, এমনটিই জানিয়েছেন দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম।
[caption id="attachment_173434" align="aligncenter" width="700"]

মুশফিকুর রহিম। ফাইল ছবি[/caption]
৩৪ বছর বয়সী মুশফিক বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ সদস্য। ২০০৭ সাল থেকে বাংলাদেশের হয়ে সব বৈশ্বিক আসরে প্রতিনিধিত্ব করছেন তিনি। বিষয়টি গর্বিত করে মুশফিককে।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
তিনি বলেন,
'বাংলাদেশের হয়ে যেকোনো ম্যাচই গুরুত্বপূর্ণ। আমি অনেক গর্ব অনুভব করি, কারণ সবার এই সুযোগ হয় না। আপনি যখন ৪-৫টি বৈশ্বিক আসর খেলেছেন তখন আপনার প্রতি সবার প্রত্যাশা একটু বেশি থাকবেই। সেভাবেই নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করি।'
বিশ্বকাপের জন্য ওমানে উড়াল দেওয়ার আগে মুশফিকের প্রত্যাশা, বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই খেলবেন এবারের মঞ্চে। তিনি বলেন,
'আগামী ২-৩ দিনের মধ্যে আমরা বিশ্বকাপের উদ্দেশে যাব। আমি মনে করি যে এটা সঠিক সময় এবং সেরা সময়। আশা করছি এ বছর…কয়েকদিনের মধ্যে যে আমরা যাচ্ছি বিশ্বকাপের জন্য, সেখানে আমি যেন সামনে থেকে পারফর্ম করতে পারি এবং দল যেন চ্যাম্পিয়নশীপের জন্য লড়াই করতে পারে।'
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সার্বিক পারফরম্যান্স সন্তোষজনক না হলেও সাম্প্রতিক সময়ে দল রয়েছে জয়ের ধারায়। জিম্বাবুয়ে,
ও
ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে দলের আত্মবিশ্বাসের পারদও ওপরের দিকে।
[caption id="attachment_170859" align="aligncenter" width="543"]

মুশফিকুর রহিম। ফাইল ছবি[/caption]
এই আত্মবিশ্বাসই মুশফিককে যোগাচ্ছে বাড়তি উদ্যম। তিনি বলেন,
'টি-টোয়েন্টিতে ধারাবাহিক খেলাও কঠিন, আবার ফলাফল কী হবে তা বলাও কঠিন। এখানে নির্দিষ্ট দিনে ভালো খেললে যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে। দল গত ৩-৪ সিরিজ যেভাবে খেলেছে, এই আত্মবিশ্বাস বড় টুর্নামেন্টের আগে দরকার। গত ৩ মাস যেভাবে পারফর্ম করেছি এটা বজায় থাকলে ইনশাআল্লাহ্ অনেক দূর যেতে পারব।'
'দল হয়ে খেললে ফলাফল দলের পক্ষেই আসবে। পাঁচ বছর আগে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি। চেষ্টা করব আরও বেশি অবদান রাখার।'
- বলেন তিনি।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।