‘বিশ্রী আউট’ দেখে হতাশ বোর্ড সভাপতি

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2019-11-25T19:30:18+06:00
আপডেট হয়েছে - 2019-11-25T19:30:18+06:00

ইন্দোর ও ইডেন টেস্টে বাংলাদেশ হেরেছে ব্যাটিং ব্যর্থতায়। ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরনও ছিল অদ্ভুত ও অপ্রত্যাশিত। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের চোখে যা ‘বিশ্রী’।




তিনি বলেন,
‘টেস্টে আমরা পিছিয়ে- জানতাম। কিন্তু আমরা যেভাবে আউট হয়েছি... কিছু আউট এত বিশ্রী ছিল দেখতে! আসলে খুবই খারাপ লেগেছে। এতদিন ক্রিকেট খেলে যদি আমরা এভাবে আউট হয়ে যাই।’
পরাজয়ের কারণে দলকে দোষারোপ করছেন না পাপন। কিন্তু টেস্ট মেজাজে খেলতে না পারার বিষয়টি যেন মেনে নিতে পারছেন না তিনি।





পাপন বলেন,
টেস্টের ব্যাটিং উন্নতির জন্য বোর্ড পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন বোর্ড প্রধান। তিনি জানান,
‘টেস্ট ক্রিকেটে এমন পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা একটা পরিকল্পনা করেছি। আপনারা ২-৩ মাসের মধ্যেই দেখতে পারবেন। আমার মনে হয় ব্যাটিংয়ে এটা অনেক কাজে দিবে। সমস্যা আমরা জানি না যে তা না। আমরা ভেবেছিলাম এতদিনে কিছুটা পরিবর্তন আসবে। কিন্তু আসেনি। সেজন্য আমাদের নতুন করে টেস্ট দল নিয়ে ভাবতে হবে।’
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।