বৃষ্টিতে ফাইনাল পণ্ড হলে যারা হবে চ্যাম্পিয়ন

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2019-09-24T15:49:38+06:00
আপডেট হয়েছে - 2019-09-24T16:32:36+06:00
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি ঝরেছে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)। আবহাওয়ার পূর্বাভাস বলছে, মঙ্গলবার সারাদিনই গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কখনো সেই হালকা বর্ষণ ভারি বর্ষণেও রূপ নিতে পারে।

আর তাই সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হতে যাওয়া আজকের ফাইনাল ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা থাকছেই। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম ইতোমধ্যে বৃষ্টিতে সিক্ত হয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সারাদিনই। আশঙ্কার কথা হল- সময় যত গড়াবে বৃষ্টির সম্ভাবনাও তত বাড়বে।




স্বভাবতই প্রশ্ন জাগছে, হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে বৃষ্টি এলে কী হবে পরিণতি? বৃষ্টির কারণে সময়ক্ষেপণ হলে ম্যাচ অফিসিয়ালরা কার্টেল ওভারে ম্যাচ গড়ানোর সিদ্ধান্ত নেবেন। তাতেও বৃষ্টি বাধা দিলে দ্বিতীয় ইনিংসে কষতে হতে পারে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির সমীকরণ। তবে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির আশ্রয় নেওয়ার মত পর্যাপ্ত খেলা হওয়ার আগেই যদি ম্যাচ পণ্ড হয়ে যায়?
সেক্ষেত্রে দুই ফাইনালিস্টকে ট্রফি ভাগাভাগি করতে হবে! সিরিজের ‘প্লেয়িং কন্ডিশনস’ অনুযায়ী, ফাইনাল ম্যাচে ফলাফল না এলে দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। অর্থাৎ, আজ বৃষ্টির কারণে ম্যাচের ফলাফল বের না হলে
ও
দুই দলই যুগ্মভাবে শিরোপা জিতবে। ফাইনাল ম্যাচের জন্য যে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি!





এমন নিয়মে অবশ্য বাংলাদেশের সমর্থকরা মন খারাপ করতেই পারেন। সিরিজে সর্বোচ্চ তিনটি ম্যাচ জিতে ফাইনালে খেলার প্রহর গুনছে বাংলাদেশ। আফগানিস্তান দুটি ম্যাচ জিতলেও একটি ম্যাচ জেতা জিম্বাবুয়ের চেয়ে পয়েন্ট টেবিলে উপরে থাকার সুবাদে তারাও খেলবে ফাইনালে। পয়েন্ট টেবিলে এগিয়ে থেকেও বাংলাদেশকে ট্রফি ভাগাভাগি করতে হতে পারে আফগানদের সাথে, যদি বেরসিক বৃষ্টি ম্যাচ পণ্ড করে বসে। সিরিজের নিয়মই যে এমন!
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।