মাসাকাদজার 'অবসর' বিশ্বাস করতে পারছিলেন না সাকিব

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2019-09-28T14:02:00+06:00
আপডেট হয়েছে - 2019-09-28T15:36:23+06:00
আইসিসির নিষেধাজ্ঞায় বৈশ্বিক ইভেন্টে যোগ দেওয়ার দরজা বন্ধ হয়ে গেছে। দ্বিপাক্ষিক-ত্রিপাক্ষিক সিরিজগুলোই এখন জিম্বাবুয়ের ভরসা। তবে বাংলাদেশে খেলতে আসার আগেই হ্যামিল্টন মাসাকাদজা জানিয়ে দিয়েছিলেন- এই সিরিজই তার শেষ মিশন। দেশের ক্রিকেটের উত্থান-পতন দেখতে দেখতে ক্লান্ত মাসাকাদজা শেষপর্যন্ত বিদায় বলেই দিলেন!

বাংলাদেশের ক্রিকেট আঙিনায় দারুণ জনপ্রিয় মাসাকাদজা। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও ঘরোয়া ক্রিকেট খেলতে অনেকবার আসা হয়েছে এখানে। বাংলাদেশের খেলোয়াড়দের সাথেও মাসাকাদজার বেশ ভালো সম্পর্ক।




আর তাই মাসাকাদজার অবসর নেওয়ার খবর শুনে যেন বিশ্বাস করতে পারছিলেন না
। বাংলাদেশ অধিনায়ক ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি শেষে জিজ্ঞেসই করে বসেন- মাসাকাদজা সত্যিই অবসর নিচ্ছেন কি না।
সম্প্রতি
বিডিক্রিকটাইমে
র সাথে আলাপকালে সদ্য সাবেক হওয়া জিম্বাবুইয়ান অধিনায়ক বলেন,
‘বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচ খেলার পর সাকিব এসে আমাকে জিজ্ঞেস করে- তুমি কি সত্যিই অবসর নিচ্ছ? আমি বড় হয়েছি তোমাকে খেলতে দেখে আর এখন তুমি অবসর নিচ্ছ। সময় কত দ্রুত যায় বুঝতে পারলাম, নিজেকে বুড়ো মনে হচ্ছে।’





মাসাকাদজা মনে করেন, তার বিদায়ের যথার্থ সময়ই এখন। দলের ভবিষ্যৎ তিনি দেখতে পান তরুণদের দিকে তাকালে।
মাসাকাদজা বলেন,
‘দীর্ঘ সময় ক্রিকেট খেলেছি, এখন বিদায় বলে দেওয়ারই সময়। আমি আসলে এতটা বুড়িয়ে যাইনি, আমি এখনো তরুণ (হাসি)। তবে এখন তরুণদের দায়িত্ব নেওয়ার সময়। দলে অনেক তরুণ ক্রিকেটার আছে, আমি আশা করি তারা ভালো করবে।’
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।