মুশফিকের কাছে আইপিএলের পর বিপিএলই সেরা লিগ

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2020-01-18T10:00:27+06:00
আপডেট হয়েছে - 2020-01-18T10:00:27+06:00
সম্পন্ন হল বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরেকটি আসর। সপ্তম ও বিশেষ এই আসর রঙিন ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আগাম উদযাপনে। আসরের নামও ছিল বঙ্গবন্ধু বিপিএল। উপভোগ্য ক্রিকেট ও অন্যান্য দিক থেকে মানের উন্নতিতে বঙ্গবন্ধু বিপিএল কুড়িয়েছে বেশ প্রশংসা।

আসরে খুলনা টাইগার্সকে নেতৃত্ব দেওয়া
মনে করেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর বিপিএলই বিশ্বের সেরা ক্রিকেট লিগ। ফাইনালে রাজশাহী রয়্যালসের কাছে হেরে গেলেও বিপিএলের উচ্ছ্বসিত প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মুশফিক।






অন্যান্য লিগের সাথে পার্থক্য নিরূপণে মুশফিকের ভাষ্য-
‘পার্থক্য যদি বলেন, শুধু পারিশ্রমিকেই পার্থক্য। মানের দিক থেকে অবশ্যই বিপিএল অনেক ভালো। আইপিএলের পর বিপিএল বিশ্বের সেরা লিগের একটি। অনেক বড় বড় খেলোয়াড় খেলে। বিশ্বমানের খেলোয়াড়দের সাথে খেলে আমাদের স্থানীয়দেরও অনেক উন্নতি হয়।’
বিপিএলের স্পোর্টিং উইকেটের প্রশংসা করে মুশফিকের প্রত্যাশা- আগামী আসরে বাড়বে ক্রিকেটারদের পারিশ্রমিক। তিনি বলেন,
‘উইকেটগুলো আগের চেয়ে ভালো ছিল। আগের তুলনায় দেশিরাও ভালো পারফর্ম করেছে। সবকিছু মিলিয়েই বেশ ইতিবাচক এবারের বিপিএল। আগামী বছর থেকে যদি আমাদের পারিশ্রমিকটা বেড়ে যায়, তাহলে হয়ত আরও ভালো কিছু হবে।’






এ সময় ফাইনালে হেরে যাওয়ার কারণও ব্যাখ্যা করেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান,
‘ফাইনালে উঠবে সবাই চ্যাম্পিয়ন হওয়ার আশা করবে- এটাই তো স্বাভাবিক। তিনটা বিভাগেই আজ আমরা খুব একটা ভালো খেলতে পারিনি। ফাইনালের চাপের কারণে ১০-১৫ রান বেশি হয়েছে। একটু হতাশাজনক, কারণ পুরো আসরেই আমাদের বোলার-ফিল্ডাররা ভালো করেছিল। তবে আলহামদুলিল্লাহ, কোনোবার ফাইনাল খেলতে না পারলেও এবার তো খেললাম। পরবর্তী আসরে হয়ত চ্যাম্পিয়ন হতে পারব।’
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।