মুস্তাফিজদের প্রতিপক্ষ মুম্বাইয়ের সমর্থনে কোহলি-ডু প্লেসিরা

Adnan Ahmedক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-05-21T18:16:42+06:00
আপডেট হয়েছে - 2022-05-21T18:24:05+06:00
আইপিএলের চলতি আসরের ৬৯তম ম্যাচে আজ (শনিবার) রাতে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে নিজেদের সমর্থকদের পাশাপাশি কোহলি-ডু প্লেসিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরও সমর্থন পাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএলের ১৫তম আসরে লিগ পর্বের বাকি আছে কেবল দুইটি ম্যাচ। সেখানে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। তবে প্লে অফের শেষ চার দল নির্ধারণে মুস্তাফিজুর রহমানের দিল্লি ও রোহিত শর্মার মুম্বাইয়ের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সময় আজ রাত আটটায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে মুস্তাফিজরা মুম্বাইকে হারাতে পারলেই প্লে অফ নিশ্চিত করে ফেলবে। আর যদি ম্যাচটি মুম্বাই জিতে যায় তাহলে কপাল খুলবে কোহিল-ডু প্লেসিদের ব্যাঙ্গালোরের।
আইপিএলের পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের প্লে অফের স্বপ্ন অনেক আগেই শেষ হয়ে গেছে। এদিকে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে থেকে প্লে অফ খেলার স্বপ্ন দেখছে ব্যাঙ্গালোর। অপরদিকে, এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে এখনও প্লে অফের জায়গা করে নেওয়ার সুযোগ বাঁচিয়ে রেখেছে মুস্তাফিজদের দিল্লি। মুস্তাফিজরা কোনভাবে এই ম্যাচ জিতে গেলে নেট রান রেটে এগিয়ে থেকে কোহলিদের পেছনে ফেলে প্লে অফে জায়গা করে নেবে। সেক্ষেত্রে কপাল পুড়বে ব্যাঙ্গালোরের।
তাইতো, কোহলিদের ব্যাঙ্গালোর মনেপ্রাণে মুম্বাইয়ের জয় প্রত্যাশা করছে। ব্যাঙ্গালোরের সামাজিক যোগাযোগম্যাধ্যমগুলোও মুম্বাইকে সমর্থন জানিয়ে দলটির প্রতীকী রং নীলে সেজেছে। রোহিতদের সমর্থনের বার্তা দিয়ে 'পোস্টকার্ড' প্রকাশ করেছে ব্যাঙ্গালোর। এমনকি কোহলিদের অধিনায়ক ফাফ ডু প্লেসিও সরাসরি রোহিতদের সমর্থন জানিয়েছেন।