██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

মেহেদী মিরাজকে যা বললেন অশ্বিন

মেহেদী মিরাজকে যা বললেন অশ্বিন

প্রকাশিত হয়েছে - 2017-02-14T23:33:22+06:00

আপডেট হয়েছে - 2017-02-14T23:33:22+06:00

ভারতে ঐতিহাসিক টেস্টে হেরে হতাশা নিয়ে ফিরছে বাংলাদেশ। কিন্তু দেশ ছড়ার আগে দেয়া কথা রেখেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বিশ্বের সেরা বোলার রবীচন্দ্রন অশ্বিনের সঙ্গে দেখা করেছেন তিনি, পরামর্শ নিয়েছেন।
এসব পরামর্শ ভবিষ্যতে ভালো কাজে দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। মিরাজ ও অশ্বিনের যে ছবিগুলো প্রকাশ হয়েছে সেগুলোতে দেখা যাচ্ছে- বল হাতে নিয়ে শিক্ষকের মতো বুঝাচ্ছেন অশ্বিন। আর বাধ্যগত ছাত্রের মতো মনোযোগ দিয়ে সেটা শিখছেন মিরাজ।   [caption id="attachment_16966" align="aligncenter" width="545"]
অশ্বিন মিরাজের সঙ্গে কথা বলেছেন আন্তরিক এক শিক্ষকের মতোই।[/caption]   অশ্বিনের কাছ থেকে কী পরামর্শ পেলেন- এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘তিনি বলেছেন, আমাদের সবকিছু ঠিক আছে। কিন্তু পরিস্থিতি সামাল দেয়ায় একটু সমস্যা আছে। আমাকে বলেছেন, আরো কিছুদিন খেললে সেগুলো কেটে যাবে। তাতেই সাফল্য আসবে। এছাড়া তিনি আমাকে পরিশ্রম করতে বলেছেন। তিনি অনেক অভিজ্ঞ স্পিনার। মাঠে কিভাবে কী করতে হয় এ বিষয়ে আমি তার কাছে শিখতে চেয়েছি। তিনি আমাকে সাহায্য করেছেন। আমি শিখেছি।’ অশ্বিন মিরাজের সঙ্গে কথা বলেছেন আন্তরিক এক শিক্ষকের মতোই। মিরাজকে অভয় দিয়ে বলেছেন, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে চলতে থাকবে তাঁর উন্নতিটাও। তবে আন্তর্জাতিক ক্রিকেটে যে পরিশ্রমের বিকল্প নেই মিরাজকে সেটি বলেছেন স্পষ্ট করেই, ‘অশ্বিন বলেছে, আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে গেলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। মাঠে নিজের সেরাটা উজাড় করে দিতে হবে।’ শিক্ষক হিসেবে অশ্বিনকে বেছে নেওয়ার কারণটাও বলেছেন মিরাজ, ‘অশ্বিন কয়েক বছর ধরে ​তো দুর্দান্ত খেলছে। তাঁর অনেক অভিজ্ঞতা। অনেক ভেরিয়েশন নিয়ে সে বল করে। আমার জন্য ওর কাছ থেকে বোলিং টিপস নেওয়াটা দারুণ এক অভিজ্ঞতা। সে একজন সফল এবং দারুণ বোলার।’ মাত্র পাঁচটি টেস্ট খেলা মিরাজ বলেন, 'আমি হাই আর্ম অ্যাকশন এবং গুড লন্থে বল করতে পারি। এগুলো আমাকে বাড়তি সুবিধা দেয়। এখন আমি বোলিংয়ে বৈচিত্র এবং পেস নিয়ে কাজ করতে চাই। এগুলো অশ্বিন কিভাবে করে সে বিষয়ে কথা বলেছি। সে আমাকে আমার শক্তির জায়গাগুলোতে সাহস দিয়েছেন। আশা করছি তার পরামর্শ ভালো কাজে দেবে।' মিরাজ আরও বলেন, 'অশ্বিন র‌্যাংকিংয়ে এক নম্বর। তিনি কীভাবে ম্যাচের বিভিন্ন পরিস্থিতি সামাল দিয়ে বল করেন, তা খুব কাছ থেকে দেখেছি। একজন সেট ব্যাটসম্যানের উইকেট কিভাবে নিতে হয়, সে পরিকল্পনাও শেয়ার করেছেন, যেটি আমি খেলা চলাকালীন দেখেছি।'  
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
  • মাকসুদুল হক, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.