এনসিএলে ম্যাচ ফি বৃদ্ধি ক্রিকেটারদের প্রাপ্য : আকরাম

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-10-05T18:59:29+06:00
আপডেট হয়েছে - 2019-10-06T19:21:21+06:00
বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সেখানে ম্যাচ ফি বৃদ্ধি ঘরোয়া ক্রিকেটারদের প্রাপ্য বলে মনে করেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
[caption id="attachment_57936" align="aligncenter" width="725"]

এনসিএলের গত আসরে শিরোপা জিতে খুলনা বিভাগ। ছবি: বিসিবি[/caption]
এবারের জাতীয় লিগকে ঘিরে অবশ্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে বিসিবি। ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কঠোর হয়েছে বিসিবি। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মান বাড়ানোর। আকরাম খান জানিয়েছেন ম্যাচ ফি বাড়ানোর বিষয়টিও রয়েছে পরিকল্পনায়।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।




আকরাম খান বলেন, "আমরা এখন আগের চাইতে ভালো অবস্থায় আছি। আমরা আগের চাইতে মান বাড়ানোর চেষ্টা করছি। ম্যাচ ফিও বৃদ্ধি করার কথা, হয়তো করা হবে। জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বলেন বা ম্যাচ ফি বলেন- আমরা কিন্তু চুক্তি অনুসারে বাড়িয়েছি। তাই এটা তাদের প্রাপ্য। একসঙ্গে সব হয় না। ইনশাল্লাহ আস্তে আস্তে হবে।"
তবে আকরাম খান জানিয়েছেন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বর্তমানে এনসিএলে প্রথম স্তরে খেলা ক্রিকেটারদের নির্ধারিত ম্যাচ ফি ৩৫ হাজার টাকা এবং দ্বিতীয় স্তরে খেলা ক্রিকেটারদের নির্ধারিত ম্যাচ ফি ২৫ হাজার টাকা। এছাড়া দৈনিক ভাতা প্রদান করা হয় দেড় হাজার টাকা।





প্রতিবেশী দেশ
ে প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি প্রায় দেড় লাখ টাকা। অনেকেই মনে করেন জাতীয় লিগকে আকর্ষণীয় করে তুলতে হলে ম্যাচ ফি বৃদ্ধি করা উচিত।
টুর্নামেন্টে কোন দলের কোচ কে হবে তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান আকরাম খান।
এবারের এনসিএলকে আকর্ষণীয় করে তুলতে জার্সির পেছনে থাকছে ক্রিকেটারদের নাম-নাম্বার। এছাড়া জাতীয় দলের ক্রিকেটারদের খেলতে হচ্ছে প্রথম দুই রাউন্ড। চার বছর পর মিরপুরের হোম অব ক্রিকেটে হবে জাতীয় লিগের ম্যাচ।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।