লিড নেওয়ার ব্যাপারে আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2021-02-04T22:24:36+06:00
আপডেট হয়েছে - 2021-02-04T22:24:36+06:00
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। সাগতিকদের ৪৩০ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ৭৫ রান জড়ো করেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনো বাংলাদেশের চেয়ে ৩৫৫ রানে পিছিয়ে থাকলেও লিড নেওয়ার ব্যাপারে আশাবাদী ক্যারিবীয়রা।

জন ক্যাম্পবেল ও শায়নে মোসেলে সাজঘরে ফিরলেও ওয়েস্ট ইন্ডিজের আশার প্রদীপ হয়ে ক্রিজে রয়েছেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। ৮১ বলে ৪৯ রানে অপরাজিত ব্রাথওয়েট দিচ্ছেন বড় ব্যক্তিগত ইনিংসের ইঙ্গিতও।
ব্রাথওয়েটের বিশ্বাস, উইকেট থেকে ব্যাটিংয়ের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশকে ছাড়িয়ে যেতে পারবে ওয়েস্ট ইন্ডিজ। মুস্তাফিজ-মিরাজদের বিপক্ষে লিড নেওয়ার ব্যাপারে বেশ আশাবাদী কণ্ঠস্বর ক্যারিবীয় দলপতির।
ব্রাথওয়েট বলেন,
'ব্যাটিং উপভোগ করেছি। এখনো অনেকদূর যেতে হবে। উইকেটকে ব্যাটিং বান্ধব মনে হচ্ছে। আগামীকাল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিছু পার্টনারশিপ প্রয়োজন। তাদের রানের কাছাকাছি যেতে হবে, সম্ভব হলে লিড নিতে হবে। তাদের দ্বিতীয় ইনিংসও অনেক গুরুত্বপূর্ণ হবে।'
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
উইকেটকে ব্যাটিংয়ের জন্য এখনো সুবিধাজনক মনে করছেন ব্রাথওয়েট। তবে বাংলাদেশের কৃতিত্বকে খাটো করে দেখেননি। বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে তিনি বলেন,
'বাংলাদেশ ভালো খেলেছে, ভালো ব্যাটিং করেছে। আমরা যতটা সম্ভব তাদের রানের কাছাকাছি যেতে চাইব, অথবা লিড নেওয়ার চেষ্টা করব। এখনো এটি ব্যাটিং বান্ধব পিচ। তাই আমি লিড নেওয়ার ব্যাপারে আশাবাদী।'
সংক্ষিপ্ত স্কোর
টস :
বাংলাদেশ
বাংলাদেশ
৪৩০/৭ (১ম ইনিংস)
মিরাজ ১০৩, সাকিব ৬৮, সাদমান ৫৯, লিটন ৩৮, মুশফিক ৩৮, মুমিনুল ২৬, শান্ত ২৫, নাঈম ২৪, তামিম ৯;
ওয়ারিকান ৪/১৩৩, কর্নওয়াল ২/১১৪, বনার ১.১৬, রোচ ১/৬০, গ্যাব্রিয়েল ৬৯।
ওয়েস্ট ইন্ডিজ
৭৫/২ (২৯ ওভার)
ব্রাথওয়েট ৪৯*, বনার ১৭*;
মুস্তাফিজ ২/১৪
বাংলাদেশ ৩৫৫ রানে এগিয়ে।