লিস্ট 'এ' মর্যাদা পেল প্রিমিয়ার লিগের টি-২০

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2019-02-19T22:31:37+06:00
আপডেট হয়েছে - 2019-02-19T22:31:37+06:00
দীর্ঘ সময় পর এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ফিরতে যাচ্ছে টি-২০ টুর্নামেন্ট। আর এই অন্যরকম 'প্রত্যাবর্তনে' আসছে একটি সুখবরও। এবার প্রিমিয়ার লিগের টি-২০ আসর পাবে লিস্ট 'এ' ক্রিকেটের মর্যাদা।

এর আগে ২০০৬ সালে প্রিমিয়ার লিগে প্রথমবারের মত অন্তর্ভুক্ত হয় টি-২০ ফরম্যাট। যদিও ২০১০ সালে টি-২০ অংশের পর থেকে প্রিমিয়ার লিগ শুধু ওয়ানডে ফরম্যাটেই অনুষ্ঠিত হয়ে আসছিল।
ওয়ানডে ফরম্যাটে প্রিমিয়ার লিগ আগেই পেয়েছিল লিস্ট 'এ' পর্যায়ের ক্রিকেটের মর্যাদা। এবার নতুন আবির্ভাবে এই মর্যাদা পেয়েছে টি-২০ লিগও। প্রিমিয়ার লিগের টি-২০ ফরম্যাটের ম্যাচগুলোর সব তথ্যাদি তাই সংরক্ষিত হবে লিস্ট 'এ' ক্রিকেটের রেকর্ড বইয়ে।
প্রিমিয়ার লিগের টি-২০ আসরকে লিস্ট 'এ' ক্রিকেটের মর্যাদা দেওয়া প্রসঙ্গে বিজ্ঞপ্তি দেয় বোর্ড। প্রিমিয়ার লিগে টি-২০ ফেরানোর সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই একে লিস্ট 'এ' মর্যাদা দেওয়ার পরিকল্পনা করেছিল বিসিবি। অবশেষে সেটি বাস্তবায়িত হল।
প্রসঙ্গত, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টি-২০ ফরম্যাটের আসর। যথারীতি ১২ দল নিয়েই আয়োজিত হবে আসর। প্রাথমিকভাবে দলগুলো চারটি পৃথক গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। এরপর চারটি গ্রুপের চ্যাম্পিয়ন সেমিফাইনালে মুখোমুখি হবে। সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ১ মার্চ। এরপর ৩ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ, যার ভেন্যু হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
প্রিমিয়ার লিগে টি-২০ টুর্নামেন্ট লিস্ট 'এ' মর্যাদা পাওয়ায় এবার অনুষ্ঠিতব্য আসরটি আরও বেশি পেশাদারিত্বের সুযোগ পেলো। বিপিএলের পর এটিই হতে যাচ্ছে প্রথম সারির ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট। বিপিএলে বিদেশি ক্রিকেটারদের আধিপত্যের কারণে দীর্ঘদিন ধরেই দেশি ক্রিকেটারদের নিয়ে পৃথক টি-২০ টুর্নামেন্ট আয়োজনের দাবি উঠছিল। এবার সেটি অবশেষে দেখতে যাচ্ছে আলোর পথ। উল্লেখ্য, প্রিমিয়ার লিগের টি-২০ আসরে শুধু দেশি ক্রিকেটাররাই অংশ নিতে পারবেন। যদিও ওয়ানডে ফরম্যাটে খেলে থাকেন বিদেশি ক্রিকেটাররাও।
[contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]