শতক হাঁকিয়ে ২৪ হাজারি ক্লাবে নাম লেখালেন কুক

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2020-08-25T14:15:39+06:00
আপডেট হয়েছে - 2020-08-25T14:21:11+06:00
ইংল্যান্ডের অন্যতম সেরা টেস্ট অধিনায়ক ও ব্যাটসম্যান স্যার অ্যালেস্টার কুক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও থেমে নেই তার ব্যাট। ঘরোয়া ক্রিকেটেও রানের ফুলঝুরি ছোটানো কুক প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪ হাজারি ক্লাবে প্রবেশ করার দিনেও হাঁকিয়েছেন শতক।

হ্যাম্পশায়ার হান্টসের বিপক্ষে ম্যাচে ব্যাট করতে নেমেছিলেন ২৩৯২৩ রান নিয়ে। সামনে ছিল ২৪ হাজারি ক্লাবে নাম লেখানোর সুযোগ। এই সুযোগ হাতের মুঠোই পুরতে আর অপেক্ষা করেননি কুক। হ্যাম্পশায়ারের বিপক্ষে শতক হাঁকিয়েই ২৪ হাজারি ক্লাবে নিজের নাম তুলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ১৮০ বলে শতক পূর্ণ করে বিরতিতে মাঠ ছাড়ার আগে পর্যন্ত ২১৫ বলে ১২৯ রানে অপরাজিত ছিলেন তিনি।




প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০৯তম ম্যাচে এই রেকর্ড স্পর্শ করলেন কুক। ২৪ হাজার রান পূর্ণ করার পথে তিনি শতক হাঁকিয়েছেন ৬৬টি। ক্রিকেট ইতিহাসে মাত্র ১৪৬ জন ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪ হাজার রানের ক্লাবে নাম লেখানোর যোগ্যতা অর্জন করতে পেরেছেন। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে ৩৫ বছর বয়সী কুকের রান সংখ্যায় সবচেয়ে বেশি।
ইংল্যান্ড দলকে সাদা পোশাকে অনেক সফলতা এনে দিয়েছেন কুক। দুর্দান্ত অধিনায়কত্ব ও ব্যাটিংয়ের জন্য অবসরের পরে ইংল্যান্ডের রাণীর সর্বোচ্চ খেতাব নাইটহুড পান তিনি। ৩৩ বছর বয়সেই অবসর নেন এই ব্যাটসম্যান।





তার আগে তিনি ১৬১টি টেস্ট ম্যাচ খেলেন এবং ৪৫.৩৫ গড়ে সংগ্রহ করেন ১২ হাজার ৪৭২ রান। এছাড়া ওয়ানডে ক্রিকেটে ৯২টি ম্যাচে ৩৬.৪০ গড়ে কুকের সংগ্রহ ৩২০৪ রান।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।