██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

শুভাগতর অলরাউন্ড নৈপূণ্য; আরিফুলের '৩' রানের আক্ষেপ

শুভাগতর অলরাউন্ড নৈপূণ্য; আরিফুলের '৩' রানের আক্ষেপ
তাহসিনা জামান

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2021-03-30T19:26:21+06:00

আপডেট হয়েছে - 2021-03-30T19:26:21+06:00

জাতীয় ক্রিকেট লিগ ২০২০-২১ এর দ্বিতীয় রাউন্ডে প্রথম স্তরে ঢাকা বিভাগের শুভাগত হোম অলরাউন্ড নৈপূণ্য দেখিয়েছেন। অপরদিকে রংপুরের আরিফুল ৯৭ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেছেন। ফিফটি হাঁকিয়েছেন নাসির হোসেনও।
শুভাগতর অলরাউন্ড নৈপূণ্য; আরিফুলের '৩' রানের আক্ষেপ
৬ উইকেটে ২৮২ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল সিলেট বিভাগ। দ্বিতীয় দিনে তারা যোগ করতে পেরেছে ৮৮ রান। ৩৭০ রানে অলআউট হয় সিলেট। তার আগে ফিফটি হাঁকান আসাদুল্লা আল গালিব। প্রথম জাকির হাসান শতক ও জাকের আলি অনিক অর্ধশতক হাঁকিয়েছিলেন। ঢাকা বিভাগের পক্ষে ৪টি উইকেট শিকার করেন শুভাগত। এছাড়া ২টি করে উইকেট পান সুমন খান ও তাইবুর পারভেজ। জবাবে ঢাকা বিভাগ দ্বিতীয় ওভারেই আব্দুল মজিদের (০) উইকেট হারায়। দ্বিতীয় উইকেটে
ও জয়রাজ শেখ যোগ করেন ৮২ রান। ৭৬ বলে ৪২ রান করে সাইফ আউট হলে ভাঙে এই জুটি। তারপর দ্রুতই আরও ২টি উইকেট হারায় ঢাকা। বিদায় নেন জয়রাজ (৪১) ও তাইবুর (৩)। ৯৩ রানে ৫টি উইকেট হারিয়ে ফেলে ঢাকা। ষষ্ঠ উইকেটে নাদিফ চৌধুরিকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন শুভাগত। এই জুটিতে নাদিফের অবদান ছিল কেবল ১৬ রান। দিনশেষে ঢাকার স্কোরকার্ডে যোগ হয়েছে ৬ উইকেটে ২৩৯ রান। শুভাগত অপরাজিত আছেন ৮৯ রানে। তার ওয়ানডে ঘরানার ৯৫ বলের ইনিংসটিতে আছে ১১টি চার ও ১টি ছক্কা। তার সাথে ক্রিজে আছেন আরাফাত সানি জুনিয়র, ৩৬ বলে ৩৪ রান নিয়ে। এই ম্যাচ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে বিশ্বকাপজয়ী পেসার তানজিম হাসান সাকিবের। ১২ ওভারে ৪২ রানের বিনিময়ে সাকিব পেয়েছেন ২টি উইকেট।
শুভাগতর অলরাউন্ড নৈপূণ্য; আরিফুলের '৩' রানের আক্ষেপ
প্রথম স্তরের আরেক ম্যাচে খুলনার ২২১ রানের জবাবে ৩ উইকেটে ১০৩ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল রংপুর বিভাগ। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই রংপুরের পক্ষে অর্ধশতক তুলে নেন নাসির হোসেন। তিনি থামেন ৬৬ রানে। তার ১১৬ বলের ইনিংসটিতে ছিল ৯টি চার। নাসির ফেরার পরে রংপুরকে এগিয়ে নেন আরিফুল হক ও ধীমান ঘোষ। ধীমান সাজঘরের ফেরার আগে করেন ৪৩ রান। সঙ্গীর অভাবে তিন অঙ্ক স্পর্শ করতে পারেননি আরিফুল। দল অলআউট হয়ে গেলেও তিনি অপরাজিত থাকেন ৯৭ রানে। রংপুর মোট সংগ্রহ করেছে ৩৬৪ রান। প্রথম ইনিংসেই পেয়েছে ১৪৩ রানের লিড। খুলনার পক্ষে মাসুম খান টুটুল ৪টি এবং আব্দুল হালিম ও
রবি ২টি করে উইকেট নিয়েছেন। জবাবে শেষ বিকালে ব্যাটিং করতে নেমে শুরুতেই মুকিদুল ইসলাম মুগ্ধর আঘাতে রবির উইকেট হারিয়েছে খুলনা। দ্বিতীয় দিন শেষে খুলনার সংগ্রহ ১ উইকেটে ৪ রান।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট 
৩৭০/১০ (১১৪.৪ ওভার) জাকির ১৫৯, গালিব ৬৭, জাকের ৬৭; শুভাগত ৪/৮৬, তাইবুর ২/৩১, সুমন ২/৫৫।
ঢাকা 
২৩৯/৬ (৬৩ ওভার, প্রথম ইনিংস) শুভাগত ৮৯*, সাইফ ৪২, জয়রাজ ৪১, আরাফাত ৩৪*; রাহাতুল ৩/৬৫, সাকিব ২/৪২।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা
২২১/১০ (৪৯.২ ওভার, প্রথম ইনিংস) তুষার ১১৬, সোহান ৩১; মুগ্ধ ৬/৬৪।
রংপুর
৩৬৪/১০ (প্রথম ইনিংস) আরিফুল ৯৭*, নাসির ৬৬, ধীমান ৪৩, জাহিদ ৩২; টুটুল ৪/৭৮, রবি ২/৪১, হালিম ২/৮৮।
খুলনা
  ৪/১ (১.৩ ওভার, দ্বিতীয় ইনিংস) ইমরুল ৪*, অমিত ০*; মুগ্ধ ১/৪।
রংপুর ১৩৯ রানে এগিয়ে।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.