শ্রীলঙ্কার সরকারের ওপর রেগে আগুন সাঙ্গাকারা-জয়াবর্ধনে

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-05-10T23:08:48+06:00
আপডেট হয়েছে - 2022-05-10T23:14:58+06:00
আর্থিক অনটনে দেউলিয়া হয়ে গেছে শ্রীলঙ্কা। দ্বীপদেশটির সর্বত্র বিরাজ করছে অস্থিরতা। এমন পরিস্থিতির আঁচ স্পর্শ করছে ক্রিকেটারদেরও। শ্রীলঙ্কানদের জনরোষের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করেছেন। এদিকে সরকারবিরোধীরা সরকারদলীয় নেতাকর্মীদের ওপর চড়াও হয়েছেন।
[caption id="attachment_127310" align="aligncenter" width="1280"]

মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। ফাইল ছবি[/caption]
দ্রব্যমূল্যের দাম আকাশছোঁয়া অনেক দিন ধরে। সব মিলিয়ে লঙ্কা যেন হয়ে উঠছে লঙ্কাপুরী। এমন পরিস্থিতিতে দেশের সরকারের ওপর চরম রাগ উগড়ে দিয়েছেন শ্রীলঙ্কার দুই কিংবদন্তি সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।
শ্রীলঙ্কার আগুন ঝরা দিনগুলোর আঁচ দেশের ক্রিকেট অঙ্গনে একদমই লাগেনি- এমনটি বলার সুযোগ নেই। বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা নিয়মিত সরকারের সমালোচনা করে চলেছেন। সাবেক ক্রিকেটার ধাম্মিকা প্রসাদ বসেছিলেন অনশনে। এবার মুখ খুলেছেন দুই কিংবদন্তি সাঙ্গাকারা ও জয়াবর্ধনেও।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
সরকারবিরোধীদের উত্তেজনা ঠেকাতে সরকারদলীয় সমর্থকরা পাল্টা আক্রমণ করছেন। এতে সাধারণ জনগণের অনেকে হতাহত হওয়ার ঘটনা ঘটছে। এতে ক্ষেপেছেন সাঙ্গাকারা। সরকারের পক্ষে কাজ করা বাহিনীকে গুণ্ডা বাহিনী বলে আখ্যায়িত করেছেন তিনি।
টুইটারে সাঙ্গাকারা লিখেছেন,
'প্রতিবাদকারী জনতা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিজেদের মৌলিক অধিকারের দাবি তুলেছেন। কিন্তু তাঁদের ওপর সরকার সমর্থক গুন্ডা বাহিনী হামলা চালিয়েছে। এটা সরকারের মদদে পরিকল্পিত সহিংসতা।'
সরকার পক্ষের লোকেরা নির্বিচারে হামলা চালাচ্ছেন সাধারণ জনগণের ওপর। পুলিশের সামনে সরকার পক্ষের এক লোক এক নারীকে আক্রমণ করেন- এমন এক ভিডিও শেয়ার করে টুইটারে জয়াবর্ধনে লিখেছেন,
'একজন পুলিশ কর্মকর্তার সামনে এভাবেই সরকারি গুন্ডা বাহিনী একজন নারীকে নির্দয়ভাবে পেটাচ্ছে। লজ্জার ব্যাপার। সরকারি রাজনৈতিক দল ও সরকার সহিংসতাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে।'
জয়াবর্ধনে পৃথক টুইট বার্তায় আরও লিখেছেন,
'আমরা সবাই যে পরিবর্তন চাচ্ছি, সহিংসতা তা এনে দেবে না। গত ৩০ দিন মানুষজন যে শৃঙ্খলা দেখিয়েছেন তা অসাধারণ। এমন কিছু করবেন না যাতে মানুষ ক্ষমতা হাতে তুলে নিতে বাধ্য হয়।'
এছাড়া সাঙ্গাকারা ও দুজনই রাজাপক্ষে সরকারের কোণঠাসা হয়ে পড়ায় উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।