'সবার আত্মবিশ্বাস অনেক উঁচুতে'

Rasheduzzaman Rakibক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2018-08-09T13:59:49+06:00
আপডেট হয়েছে - 2018-08-09T14:11:59+06:00
উইন্ডিজের বিপক্ষে পূর্ণাজ্ঞ সিরিজ শেষে দেশে ফিরেছে
ক্রিকেট দল। বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ৮টা ৪৭ মিনিটে নিউইয়র্ক থেকে এমিরেটস এয়ারলাইন্সযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বহনকারী বিমানটি। দেশে ফিরে উইন্ডিজ সফরের সাফল্যের কথা জানিয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক
।

এবারের উইন্ডিজ সফরের তিনটি ট্রফির মাঝে দুটিই জিতেছে বাংলাদেশ দল। টেস্ট দিয়েই টাইগারদের উইন্ডিজ সফর শুরু হয়েছিল। কিন্তু বড় ফরম্যাটে মোটেই সুবিধা করতে পারেন নি টাইগাররা। প্রথম টেস্টে লজ্জাজনক ইনিংস ও ২১৯ রানে পরাজিত হয় বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও হার ছিল ১৬৬ রানের বিশাল ব্যবধানে।
তবে একদিনের সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মাশরাফির বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৪৮ রানে জিতে সফরকারীরা। দ্বিতীয় ম্যাচে জয়ের কাছাকাছি গিয়ে শেষ ওভারে ৩ রানে হেরে যায় সফরকারীরা। তবে শেষ একদিনের ম্যাচে ১৮ রানে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এদিকে বৃষ্টিবিঘ্নিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে হারে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় সাকিববাহিনী। আমেরিকায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজকে ১২ রানে হারায় টাইগাররা। এরপর সিরিজ নির্ধারনী শেষ ম্যাচে ১৯ রানের জয় পায় বাংলাদেশ।
তিন ট্রফির দুটি জিতে খুশি সাকিব বলেন,
‘হ্যাঁ, সব মিলিয়ে বলতে গেলে এই ট্যুরটা সফল বলতে হবে। তিনটা ট্রফির মধ্যে দুইটা জিতেছি। দেশের বাইরে তো এরকম রেজাল্ট আমরা করি না সাধারণত। খুবই সন্তুষ্ট।’
একদিনের সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্মের পর টি-টোয়েন্টিতে হয়েছেন সিরিজ সেরা। ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন,
‘নিজের পারফরম্যান্স নিয়ে অবশ্যই খুশি। হয়তো আরও অবদান রাখতে পারলে আরও ভালো হতো। সবমিলিয়ে যে ধরনের পারফরম্যান্স হয়েছে তা নিয়ে খুবই আনন্দিত।’
এদিকে আগামী ১৫-২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ১৪তম আসর। সাকিবের বিশ্বাস এতে ভালো করবে বাংলাদেশ,
‘আসলে সবার আত্মবিশ্বাস অনেক উঁচুতে। বিশেষ করে এরকম একটা ভালো সিরিজের পর আমি বিশ্বাস করি, এখান থেকে হয়ত নতুন কিছু করার দিকে চিন্তা করতে পারব। যেটা আমাদের সামনে এশিয়া কাপে অনেক কাজে দেবে।’
[আরও পড়ুনঃ এশিয়া কাপের পূর্বেই সাকিবের অস্ত্রোপচার!]