██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

‘কোনো কিছুই আমাদের পক্ষে যায়নি’

‘কোনো কিছুই আমাদের পক্ষে যায়নি’
Afrid Mahmud Rifat

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2018-12-17T15:55:50+06:00

আপডেট হয়েছে - 2018-12-17T16:41:59+06:00

প্রথম টি-টোয়েন্টিতে উইন্ডিজের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ের কারণে দলের ব্যাটসম্যানদের বাজে ব্যাটিংকে দুষছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সেই সাথে এই ম্যাচ থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে বাংলাদেশের জন্য সেটিও জানান তিনি।

[caption id="attachment_64378" align="aligncenter" width="990"]
‘কোনো কিছুই আমাদের পক্ষে যায়নি’
সাকিব ছাড়া জ্বলে উঠতে পারেননি কোনো ব্যাটসম্যান। ছবিঃ বিডিক্রিকটাইম
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
[/caption] ওয়ানডে সিরিজ জিতে টি-টোয়েন্টিতে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল বাংলাদেশ। টসও যেন পক্ষে ছিল বাংলাদেশের। তবে টস জয়ের সুবিধাটাই নিতে ব্যর্থ বাংলাদেশ। আগে ব্যাটিং করার সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটি তো ব্যাটিংয়ের সময়ই প্রমাণ পাওয়া গিয়েছিলো। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের চেয়ে উইন্ডিজ বোলাররাই সুবিধা তুলে নিয়েছেন এই উইকেট থেকে। উইন্ডিজ পেসার ৪ ওভারে ২৮ রান দিয়ে তুলে নিয়েছেন ৪টি উইকেট! বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ব্যতিক্রম ছিলেন কেবল দলপতি সাকিব আল হাসান। একাই লড়েছেন ব্যাট হাতে। নিজের ব্যক্তিগত রান ৫০ পার হলেও যোগ্য সঙ্গীর অভাবে দলীয় স্কোর থেমে যায় ১২৯ রানেই। সাকিব একাই করেছেন ৬১ রান, যেখান দলের বাকি ১০ ব্যাটসম্যান মিলে করেছেন মাত্র ৬০ রান! ম্যাচ শেষে ব্যাটিংকেই দোষারোপ করার কথা অধিনায়কের।
“টস বাদে সবকিছুই আমাদের বিপক্ষে গিয়েছে। আমরা ব্যাট এবং বোলিং, দুই বিভাগেই ভালো করতে ব্যর্থ হয়েছি। আমাদের অন্তত ১৭৫ রান করার প্রয়োজন ছিল। বাকি ব্যাটসম্যানদের জিজ্ঞাসা করা উচিৎ কেন তারা ভালো করতে পারেনি, আমি সবার উত্তর দিতে পারব না। যেটা বললাম, সবকিছুই আমাদের বিপক্ষে গিয়েছে। যেটাই করতে চেষ্টা করেছি, সেটা ক্লিক করতে পারেনি। এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে।”
সাকিবের ৬১ বাদে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন আরিফুল হক, করেছেন মাত্র ১৭ রান। দলের টপ অর্ডার তামিম, লিটন, সৌম্য ভালো শুরু করার পরেও ব্যর্থ। উইন্ডিজকে একাই ব্যাট হাতে জয়ের কাজটা সহজ করে দিয়েছেন দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান শাই হোপ। ২৩ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। অবশ্য বোলিং কোট্রেলের দারুণ বোলিংয়ের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন তিনি।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.