স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল 'উদ্ভট'

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2020-05-20T10:08:23+06:00
আপডেট হয়েছে - 2020-05-20T10:08:23+06:00

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জন্য ভারতের বিপক্ষে জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ তার আগের দুই ম্যাচেই
ও অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ইংলিশরা। আবারো জয়ের ধারায় ফিরতে ভারতের বিপক্ষে ৩১ রানের জয়ের ম্যাচটা ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের পথে বড় নিয়ামক ছিল।
এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডের সেই মাঠে আগে ব্যাটিং করে ৩৩৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড। শতক হাঁকিয়েছিলেন ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। স্টোকসের ব্যাট থেকে এসেছিল ৫৪ বলে ৭৯ রানের টর্নেডো ইনিংস।
ভারতীয় ওপেনার রোহিত শর্মাও শতক হাঁকিয়েছিলেন কিন্তু ভারত থামে ৩০৬ রানে। ফলে ৩১ রানের হার মানতে হয় কোহলির দলকে। ম্যাচ হারের পরে কোহলি কাঠগড়ায় তুলেছিলেন এজবাস্টনের ছোট মাঠকে।
কোহলি বলেছিলেন,
'টস খুব গুরুত্বপূর্ণ ছিল। এখানকার সীমানা খুব ছোট। এই প্রথম আমাদের এই অভিজ্ঞতা হলো যেখানে ব্যাটসম্যান রিভার্স সুইপ খেলেই ৫৯ মিটার বাউন্ডারি ছক্কা হাঁকিয়েছে কিন্তু স্পিনারদের কিছুই করার ছিল না। যেহেতু একদিনের সীমানা খুবই ছোট তাই রান আটকানোটা কষ্টসাধ্য ছিল।'
কিন্তু ইংলিশ অলরাউন্ডারের মতে কোহলির এই অভিযোগ খাপছাড়া। সফলতার গল্প নিয়ে নিজের লেখা বই বেন স্টোকস অন ফায়ার বইয়ে তিনি কোহলির অভিযোগকে সবচেয়ে খারাপ অভিযোগ বলে উল্লেখ করেছেন।
স্টোকস লিখেছেন,
'ম্যাচ শেষের পুরস্কার বিতরণী মাঠের সীমানা ছোট ভারতীয় অধিনায়কের ঘ্যানঘ্যানানি শোনাটা অদ্ভুত লেগেছিল। কোনো ম্যাচে এরকম উদ্ভট অভিযোগ শুনিনি। এর চেয়ে খারাপ অভিযোগ আর হতে পারে না।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।