হেড কোচের নাম প্রকাশ করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2019-11-20T18:37:27+06:00
আপডেট হয়েছে - 2019-11-20T18:37:27+06:00
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের প্রধান কোচের নাম ঘোষণা করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বিপিএলের বিশেষ সংস্করণ ‘বঙ্গবন্ধু বিপিএল’ এ চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটির প্রধান কোচের ভূমিকায় থাকবেন পল নিক্সন।

ের ৪৯ বছর বয়সী কোচ নিক্সন বর্তমানে কাউন্টি ক্রিকেটের দল লিস্টারশায়ার ক্রিকেট ক্লাবের হয়ে কাজ করছেন। ২০১৮ সাল থেকেই কাউন্টিতে কোচের ভূমিকা পালন করছেন তিনি।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।




এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াসকে দুটি শিরোপা জিতিয়েছেন প্রধান কোচ হিসেবে।
নিক্সনের আছে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা। ২০০৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই কোচ ইংলিশদের জার্সি গায়ে ১৯টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন।





নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে দেওয়া এক বার্তায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জানায়-
‘চ্যালেঞ্জারদের সর্দারের সাথে পরিচিত হোন! বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে সাবেক ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান পল নিক্সনের নাম। ২০১৮ সাল থেকে লিস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবে কোচের দায়িত্ব পালন করছেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াসকে দুটি শিরোপা জিতিয়েছেন তিনি।’
একনজরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড
দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস,
, রুবেল হোসেন, কাজী নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, পিনাক ঘোষ, মুক্তার আলি, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, জুবায়ের হোসেন লিখন।
বিদেশি: ক্রিস গেইল (
), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), ইমাদ ওয়াসিম (
)।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।