২১ সিরিজ ধরে জয়হীন বাংলাদেশ!

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-07-28T15:58:26+06:00
আপডেট হয়েছে - 2018-07-28T15:58:26+06:00
ক্রিকেটে
ের রাজসিক উত্থানের বছর বলা হয় ২০১৫ সালকে। বেশ কয়েকটি পরাশক্তি দলকে সিরিজ হারিয়ে সেবার নিজেদের শক্তির জানান দেয় বাংলাদেশ। এর পরের বছর দুই অবশ্য কেটেছে অম্ল-মধুর অনুভূতি নিয়ে। তবে ২০১৮ সালে এসে যেন মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেট। পৃথক ম্যাচে উল্লেখযোগ্য কিছু সাফল্য থাকলেও সিরিজ কিংবা টুর্নামেন্ট জয়ের দিক থেকে বেশ পিছিয়ে গেছে টাইগাররা।
পরিসংখ্যান বলছে, টানা ২১ সিরিজ বা টুর্নামেন্ট ধরে বাংলাদেশ ছোঁয়া পায়নি কোনো ট্রফির।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বশেষ জয়ের সিরিজ ছিল ২০১৭ সালে,
ের বিপক্ষে। ২-১ ব্যবধানে জেতা ঐ সিরিজের পর ২১টি পৃথক সিরিজ বা টুর্নামেন্টে জয়হীন বাংলাদেশ, যার শেষটি ছিল উইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হওয়া টেস্ট সিরিজ।
এই ২১টি সিরিজ বা টুর্নামেন্টের মধ্যে ১৭টিই ছিল দ্বিপাক্ষিক সিরিজ। এর ১৭টি দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে বাংলাদেশ হেরেছে ১২টিতেই, ৫টি হয়েছে ড্র।
অবশ্য বেশ কয়েকটি সিরিজে জয়ের খুব কাছ থেকে ফিরতে হয়েছে বাংলাদেশকে। গত বছর
ে স্বাগতিকদের সাথে বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয় স্থান অর্জন করে লাল-সবুজ জার্সিধারীরা। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গিয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ। চলতি বছর ঘরের মাটিতে বাংলাদেশ-জিম্বাবুয়ে-
ত্রিদেশীয় সিরিজে আসে রানার্স-আপের খেতাব। একই অর্জনে সন্তুষ্ট থাকতে হয় আলোচিত নিদাহাস ট্রফিতেও, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত যে টি-২০ সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ,
ও স্বাগতিক দল।
তবে বাংলাদেশের এই দীর্ঘ সময় সিরিজ জয়হীন থাকা মোটেও প্রত্যাশিত ছিল না। চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে দেরাদুনে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলে টাইগাররা, যেখানে জয় ছিল ভীষণ প্রত্যাশিত লক্ষ্য। তবে লজ্জার জন্ম দিয়ে ঐ সিরিজে সাকিব-তামিমরা ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হন। এরপর উইন্ডিজ সফরের টেস্ট সিরিজেও কপালে জোটে হোয়াইটওয়াশ, এবার ২-০ ব্যবধানে।
টানা ২১ সিরিজ জয়হীন থাকার অনাকাঙ্ক্ষিত রেকর্ড এখানেই ভাঙতে চাইলে বাংলাদেশকে জিততেই হবে শনিবার। এদিন উইন্ডিজকে হারাতে পারলেই মাশরাফি বিন মুর্তজার দল ২-১ ব্যবধানে জিতবে ওয়ানডে সিরিজ।
আরও পড়ুন: দেশ ছাড়লো বাংলাদেশ এ’দল