২৮ রানে অলআউট চীন, সৌদির ৩৯০ রানের জয়!

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2017-04-23T20:58:45+06:00
আপডেট হয়েছে - 2017-04-23T22:35:08+06:00

ঘটনাটি ঘটেছে রোববার। ওয়ানডে ফরম্যাটের আন্তর্জাতিক ম্যাচটিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪১৮ রান করে সৌদি আরব। দলের পক্ষে ৯১ বলে শতরান করার গৌরব অর্জন করেন মোহাম্মদ আফজাল।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১২.৪ ওভার ব্যাট করে মাত্র ২৮ রানেই অলআউট হয় চীন! তাও এই দলীয় সংগ্রহের ১৩ রানই এসেছে অতিরিক্ত খাত থেকে। সৌদি বোলার শাহবাজ রশিদ দলের পক্ষে হ্যাটট্রিক করেন।
আরো পড়ুনঃ
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড এখন এটিই। এতদিন সবচেয়ে কম রানে অলআউট হওয়ার দুর্নাম ছিল জিম্বাবুয়ের। ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩৫ রানে অলআউট হয়েছিল দলটি। ২৮ রানে গুটিয়ে গিয়ে জিম্বাবুয়ের সেই লজ্জায় কিছুটা প্রলেপ দিল চীন। সৌদি আরব এবং চীন দুটিই বিশ্ব-ক্রিকেটে উঠতি দল। ক্রিকেটীয় দিক থেকে এখনও বেশ পিছিয়ে আছে দেশ দুটি।
- সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম