'৩২' স্পিনারকে নিয়ে হেরাথের '৪' দিনের বিশেষ ক্যাম্প

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2022-05-28T18:59:48+06:00
আপডেট হয়েছে - 2022-05-28T19:02:25+06:00
[caption id="attachment_201771" align="aligncenter" width="1217"]

ক্যাম্পে কোচিং করাবেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ ও শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি স্পিনার রঙ্গনা হেরাথ। ফাইল ছবি[/caption]
বিশেষ এই ক্যাম্পের দায়িত্বে রয়েছেন জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। ব্যক্তিগত কারণে ছুটি নেওয়ায়
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন । সফরে দলের সাথে থাকছেন না তিনি। তবে ছুটিতে যাওয়ার আগে হেরাথ এই ক্যাম্পে শাণ দেবেন দেশের এক ঝাঁক স্পিনারকে।
৪ দিনের এই ক্যাম্প শুরু হবে ২৯ মে, শেষ হবে ১ জুন। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর ও আউটডোর সুবিধা উন্মুক্ত থাকবে ক্যাম্পের জন্য।
ক্যাম্পে ডাক পাওয়াদের মধ্যে বেশিরভাগই বেশ পরিচিত মুখ। দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট ও ক্লাব ক্রিকেটের শীর্ষ পারফর্মাররাই জাতীয় দলের স্পিন কোচের সান্নিধ্যে থেকে এই ক্যাম্প করার সুযোগ পেয়েছেন।
একনজরে ক্যাম্পের ১২ ক্রিকেটারের তালিকা
, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নাজমুল হোসেন অপু, রায়হান, নাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, রনি চৌধুরী, সানজামুল ইসলাম, ইফতেখার সাজ্জাদ রনি, রাহাতুল ফেরদৌস, টিপু সুলতান, আল মামুন রাজু, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মেহারাব ওহিন, শাদাত হোসেন সবুজ, নাইম হোসেন সাকিব, জুবায়ের হোসেন লিখন, আকাশ, অমিত মল্লিক, মুজাক্কির, আবু হাশিম, আরিফুল জনি, এসকে অন্তর, রতন, মহিউল ইসলাম পাটোয়ারি, তুষার মিয়া, অনিক, তাজ মোহাম্মদ এহতেশাম মাহমুদ, স্বাধীন ইসলাম ও রুবেল।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।