৩৮৮ রানে থামলো টাইগাররা

রুশাদ রাসেলEditor
প্রকাশিত হয়েছে - 2017-02-12T12:09:02+06:00
আপডেট হয়েছে - 2017-02-12T13:11:52+06:00

হায়দারাবাদে
ের বিপক্ষে একমাত্র টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৮৮ রানে অলআউট হলো
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।। টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষের কিছু আগেই অলআউট হয়ে যায় মুশফিকবাহিনী। তবে লড়াই নিজের টেস্ট ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি তুলে নেন
। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে দলের পক্ষে করেন ১২৭ রান।
চতুর্থ দিনের শুরুতেই আগের দিনের হাফসেঞ্চুরিয়ান মেহেদি মিরাজকে হারিয়ে বসে বাংলাদেশ। ভুবনেশ্বর কুমারের অসাধারণ ইনসুইং বোলিংয়ে বোল্ড হয়ে ৫১ রানেই প্যাভিলিয়নে ফেরেন এই ডান হাতি ব্যাটসম্যান। তারপর তাইজুল এবং তাসকিনকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন মুশফিক। তাইজুল ৩৮ বলে ১০ রান করে উমেশ যাদবের বলে ক্যাচ দিয়ে আউট হলে মুশফিকের সেঞ্চুরি না হওয়ার শঙ্কা জাগে। কিন্তু তাসকিন তাকে যোগ্য উত্তরসূরির মত সহযোগিতা দেন। এর ফলে চার মেরে নিজের ৫ম টেস্ট সেঞ্চুরি তুলে নিতে সক্ষম হন মুশফিক।
জাদেজার বলে তাসকিনের আউট হওয়ার পর ক্রিজে আসেন কামরুল ইসলাম রাব্বি। তাকে ননস্ট্রাইকে রেখে নিজেই ব্যাটিং করে যান মুশফিক। কিন্তু অশ্বিনের লেগ স্ট্যাম্পের বাইরের বল সুইপ করতে গিয়ে কিপারের হাতে ক্যাচ তুলে দেন মুশফিক। ফলে ৩৮৮ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ফলোঅনে পড়লেও ভারত বাংলাদেশকে সেটি না করিয়ে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে।
উল্লেখ্য, প্রথম ইনিংসে ভারত ৬ উইকেট ৬৮৭ রান করে ইনিংস ঘোষণা করেছিল। যেখানে বিরাট কোহলি ডাবল সেঞ্চুরি এবং মুরালি বিজয় ও সাহা সেঞ্চুরি হাকান ভারতের হয়ে।
আরো পড়ুনঃ
- রুশাদ রাসেল, প্রতিবেদক, বিডিক্রিকটাইম