'৬ ঘণ্টা' ও '২৭৮ বল' ব্যাটিং করে দলের হার ঠেকালেন আমলা

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2021-07-08T01:03:02+06:00
আপডেট হয়েছে - 2021-07-08T01:08:44+06:00
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো হাশিম আমলা দাপটের সাথে খেলে চলেছেন কাউন্টিতে। সেখানে দৃঢ়তা ও ধৈর্যশীলতার পরিচয় দিয়ে সারের নিশ্চিত হার ঠেকিয়েছেন প্রোটিয়া তারকা।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের গ্রুপ-২ এর ম্যাচে মুখোমুখি হয়েছিল হ্যাম্পশায়ার ও সারে। হ্যাম্পশায়ারের ৪৮৮ রানের জবাবে সারে অলআউট হয় ৭২ রানে। বিশাল লিড পাওয়া হ্যাম্পশায়ার ফলো অনে পাঠায় সারেকে।
তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে মাত্র ৬ রান জড়ো করেছিল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা সারে। ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন নিয়ে শেষ দিন খেলতে নেমেছিল হ্যাম্পশায়ার। তবে তাদের হিসেবে তালগোল পাকিয়ে ফেলে আমলার ব্যাট।
নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নেমে চতুর্থ ও শেষ দিনের শুরু থেকে ব্যাটিং করতে থাকেন আমলা। চরম ধৈর্যের পরীক্ষা দিয়ে মাটি কামড়ে পড়ে থাকেন উইকেটে। দলের পরাজয় ঠেকানোর লক্ষ্যে রানের পিছুও ছুটেননি।
শেষপর্যন্ত একাই ২৭৮ বল মোকাবেলা করে হার ঠেকিয়ে ফেলেন আমলা। ৩৮১ মিনিট বা ৬ ঘণ্টা ক্রিজে থেকে আমলা মাত্র ৫টি চার হাঁকিয়েছেন। রান? 'মাত্র' ৩৭, তবে অপরাজিত! যে ইনিংসের মাহাত্ম্য রানের বিচারে যাচাই করা অসম্ভব।
আমলার এই 'দেয়াল' গড়া ইনিংসে পরাজয়ের হাত থেকে বেঁচে যায় সারে। ১০২.২ ওভার বল করেও হ্যাম্পশায়ারের বোলাররা আমলাকে সাজঘরে ফেরাতে পারেননি। আমলা দৃঢ়তা দেখানোয় অন্য প্রান্তের ব্যাটসম্যানরা যাওয়া-আসায় মত্ত থাকলেও সবকটি উইকেট হারাতে হয়নি। ১০৪.৫ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১২২ রান দাঁড়ায় সারের সংগ্রহ।
সারে অবশ্য ম্যাচ শেষ করেছে ২৯৪ রানে পিছিয়ে থেকে। তাতে কী, ম্যাচে হারতে তো হয়নি! আর তাতে পুরো কৃতিত্বই দেওয়া হচ্ছে আমলাকেই।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।