অধিনায়ক হিসেবেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন বুমরাহ
নিজের পথে এগিয়েই সফল হতে চান বুমরাহ।

অধিনায়ক হিসেবেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন বুমরাহ
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-11-21T19:07:09+06:00
আপডেট হয়েছে - 2024-11-21T19:07:09+06:00
পেসারদের অধিনায়ক করার ব্যাপারে কিছুটা নেতিবাচক চিন্তাভাবনা ক্রিকেটবিশ্বে প্রায়ই শোনা যায়। চোটপ্রবণতা, খেলার ধকলসহ আরও নানা কারণে পেসাররা অধিনায়ক হিসেবে প্রথম পছন্দের কাতারে বেশিরভাগ সময়ই থাকেন না। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
দুই দলের দুই পেসার অধিনায়ক। তবে পেসাররাও যে সফল অধিনায়ক হতে পারেন তার দৃষ্টান্ত
অনেকেই স্থাপন করেছেন। পাকিস্তানের ইমরান খান তো ইতিহাসেরই অন্যতম সেরা অধিনায়ক
হিসেবে বিবেচিত, জিতেছিলেন বিশ্বকাপও। হালের প্যাট কামিন্স কিংবা টিম সাউদিরাও
অতটা পিছিয়ে নেই। বিশেষ করে কামিন্সের নেতৃত্বে বেশ বড় বড় সাফল্য ঘরে তুলেছে
অস্ট্রেলিয়া।
ভারতেরও সফল পেসার অধিনায়ক রয়েছে – কপিল দেব। ১৯৮৩ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন যিনি। এবার রোহিত শর্মার অনুপস্থিতিতে বর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের অধিনায়ক হিসেবে দেখা যাবে জাসপ্রীত বুমরাহকে। আগেও একবার টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ, ২০২২ সালে কার্ডিফ টেস্টে রোহিত কোভিড পজিটিভ হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন এই পেসার।
পার্থ টেস্টের আগে বুমরাহ জানিয়েছেন, ‘আমি নিজেকে সবচেয়ে ভালোভাবে ম্যানেজ করতে পারি যখন আমি অধিনায়ক। কারণ আমি জানি আমি কখন তরতাজা আছি, আমি জানি কখন নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমি জানি কখন আমাকে বাড়তি দায়িত্ব নিতে হবে। অবশ্যই এখানে চ্যালেঞ্জের ব্যাপারও রয়েছে তবে এর সাথে সুবিধাও রয়েছে। আমি চেষ্টা করি সুবিধাগুলো কাজে লাগাতে যে আমি বোলিংটা ভালো বুঝতে পারি।’
বুমরাহ আরও বলেন, ‘আমি রোহিতের সাথে কথা বলেছি। এখানে আসার সময় আসলে তার ব্যাপারটায় নিশ্চিত ছিলাম না। তবে আসার পর কোচের (গৌতম গম্ভীর) সাথে কথা হয়েছে যে এই ম্যাচটায় আমিই নেতৃত্ব দিব সাথে ম্যানেজমেন্টও আমাকে নিশ্চয়তা দিয়েছে।’
বুমরাহ আরও বলেন, ‘আমি ফাস্ট বোলার অধিনায়কদের একজন। এমন অনেক উদাহরণ আছে। ফাস্ট বোলাররা চটপটে হয়। প্যাট (কামিন্স) সাফল্য পেয়েছে। এর আগে কপিল দেব সফল হয়েছেন। আশা করি এটা একটা নতুন ট্রেন্ডের শুরু।’
জাসপ্রীত বুমরাহ। নিজের পথেই সফলতার খোঁজ করতে চান বুমরাহ, ‘আপনাকে
নিজের পথ খুঁজে নিতে হবে। আপনি কাউকে হুবহু অনুকরণ করতে পারেন না। অবশ্যই রোহিত ও
বিরাট (কোহলি) সফল ছিল এবং দল তাদের অধিনায়কত্বের সুফল পেয়েছে। কিন্তু কাউকে
অনুকরণ করা কখনোই আপনার পরিকল্পনায় ছিল না, এমনকি বোলিংয়ের
ক্ষেত্রেও নয়। আমি সহজাত প্রবৃত্তিতে আস্থা রাখি এবং এভাবেই খেলে যাচ্ছি। আমার
নিজের উপর সেরকম বিশ্বাসও রয়েছে। ফলে এভাবেই আমি এগিয়ে যাই এবং ট্যাকটিক্যালি একজন
বোলার হিসেবে আপনার অনেক প্ল্যান থাকবে। আপনাকে সব ব্যাপারে জানতে হবে, ম্যাচের মাঝে কীসব নিয়ে মানিয়ে নিতে হবে তা মাথায় রাখতে হবে। ফলে হ্যাঁ,
আমি এভাবেই সবকিছু সামাল দেওয়ার চেষ্টা করি এবং যতটা সম্ভব বেশি জিনিস
কাভার করা যায় সে চেষ্টা করি।’
এছাড়া বুমরাহ আরও বলেছেন, ‘এখানে অনেক প্লেয়ার অস্ট্রেলিয়াতে প্রথমবার এসেছে। তবে তাদের যথেষ্ট প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে, আইপিএল অভিজ্ঞতা, আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে। প্লেয়াররা এখন শিখে গেছে কীভাবে ভালো দিন এবং খারাপ দিনকে সামলাতে হবে। ভালো দিনে এমন নয় যে আমরা অনেক উপরে উঠে যাচ্ছি, একই সাথে খারাপ দিনকেও সামলানোর মত দক্ষতা থাকতে হবে যখন আপনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন। এসব নিয়েই কথা হচ্ছে আমাদের মধ্যে। এগিয়ে যাওয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের লক্ষ্য হচ্ছে শূন্য থেকে শুরু করে কন্ডিশন, আবহাওয়ার সাথে মানিয়ে নিয়ে এখানে সফল হওয়ার জন্য যা করা দরকার তা করা।’
আগামীকাল ২২ নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে মাঠে গড়াবে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।