██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

অবশেষে কিউইদের কাছে হারল পাকিস্তান

অবশেষে কিউইদের কাছে হারল পাকিস্তান
Siam Chowdhury

Siam ChowdhurySenior Sub-Editor

প্রকাশিত হয়েছে - 2018-11-08T01:37:34+06:00

আপডেট হয়েছে - 2018-11-08T01:37:34+06:00

অবশেষে ভাঙল পাকিস্তানের জয়ের ধারা। আবুধাবিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৪৭ রানে হারিয়েছে সফরকারী নিউজিল্যান্ড

অবশেষে কিউইদের কাছে হারল পাকিস্তান
বুধবার (৭ নভেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান আসে রস টেলরের ব্যাট থেকে। ১১২ বলের মোকাবেলায় ৫টি চারের সাহায্যে এই ইনিংস গড়েন তিনি। এছাড়া অন্যান্যদের মধ্যে টম লাথাম ৬৮, কলিন মুনরো ২৯ এবং অধিনায়ক কেন উইলিয়ামসন ২৭ রান করেন। পাকিস্তানের পক্ষে চারটি করে উইকেট শিকার করেন পেসার শাহেন শাহ আফ্রিদি ও শাদাব খান। এছাড়া ইমাদ ওয়াসিম একটি উইকেট লাভ করেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিক দল। দলীয় ৮ রানেই সাজঘরে ফেরেন ফখর জামান, বাবর আজম ও মোহাম্মদ হাফিজ। কঠিন চাপ সামলে দলকে আলোর পথ দেখান ওপেনার ইমাম উল হক ও অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক। যদিও দুজনই সাজঘরে ফেরেন কাছাকাছি সময়ে। দলীয় ৭১ রানে ৩৪ রান করা ইমাম এবং ৭৩ রানে ৩০ রান করা মালিক প্যাভিলিয়নের পথ ধরেন। দ্রুত পাঁচ উইকেট হারিয়ে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে পাকিস্তানের। তবে সেখান থেকেও দলকে টেনে তোলেন অধিনায়ক সরফরাজ আহমেদ ও ইমাদ ওয়াসিম। শাদাব খানের উইকেট হারানোর পর সরফরাজ ও ইমাদ মিলে গড়েন দারুণ পার্টনারশিপ। সপ্তম উইকেটে ১০৩ রানের এই জুটি ভাঙে ৬৪ রান করা সরফরাজ বিদায় নিলে। এরপর দলীয় ২১৯ রানে অর্ধ-শতক হাঁকানোর পর সাজঘরে ফেরেন ইমাদও। শেষ পর্যন্ত ৪৭.২ ওভার ব্যাট করে ২১৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট ও লকি ফারগুসন তিনটি করে উইকেট পান। হ্যাটট্রিক করার সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ট্রেন্ট বোল্ট।
নিউজিল্যান্ড ২৬৬/৯ (৫০ ওভার); টেলর ৮০, লাথাম ৬৮; শাদাব ৩৮/৪, আফ্রিদি ৪৬/৪ পাকিস্তান ২১৯ (৪৭.২ ওভার); সরফরাজ ৬৪, ইমাদ ৫০; ফারগুসন ৩৬/৩, বোল্ট ৫৪/৩ স্কোর: নিউজিল্যান্ড ৪৭ রানে জয়ী।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.