আচরণবিধি ভেঙে জরিমানা গুনলেন গুলবাদিন
আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি হয়েছে আফগান অলরাউন্ডারের

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-12-14T18:49:56+06:00
আপডেট হয়েছে - 2024-12-14T18:50:45+06:00
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইবকে। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে এই অলরাউন্ডারকে। পাশাপাশি নামের পাশে যুক্ত হয়েছে ডিমেরিট পয়েন্টও। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করেছেন নাইব৷ ঘটনাটি ঘটে জিম্বাবুয়ের ইনিংসের ১১তম ওভারে। ওই ওভারে পঞ্চম বলে আফগান অধিনায়ক রশিদ খানের বলে এলবিডব্লিউ হন রায়ান বার্ল। পরের বলে টাশিঙ্গা মুসেকিওয়াকে এলবিডব্লিউয়ের আবেদন করে সফরকারীরা।
তবে আম্পায়ার সাড়া দেননি। স্লিপে ফিল্ডিং করা নাইব তখন বিশাল হাসিতে নাটকীয়ভাবে মাথা নত করে ভিন্নমত পোষণ করেন। ম্যাচে ডিআরএস না থাকলেও রিভিউয়ের জন্য আবেদন করেন তিনি।
এই ঘটনায় আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেন নাইব। আজ তার শাস্তির বিষয়ে জানায় আইসিসি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তির সিদ্ধান্ত গুলবাদিন মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। গত দুই বছরে বা ২৪ মাসে প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন এই অলরাউন্ডার।
গত জুনের পর আফগানিস্তানের হয়ে প্রথমবার টি-টোয়েন্টি খেলতে নেমে ম্যাচে ২১ বলে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলেন তিনি। দারউইশ রাসুলির সাথে তার জুটির ফলে ১৫৩ রানের লড়াকু পুঁজি পায় আফগানরা। পরে জিম্বাবুয়েকে ১০৩ রানে গুটিয়ে দিয়ে ৫০ রানের জয় পায় সফরকারীরা। এই জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে আফগানিস্তান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।