এখন নিশ্চিন্তে বলা যায়, শ্রীলঙ্কার পারফরম্যান্স 'ওয়ার্ল্ড ক্লাস' : মাহেলা
শ্রীলঙ্কা বাংলাদেশকে বিদায় করে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিলেও তর্কযুদ্ধ থামেনি। ম্যাচ শেষে মাহেলা জয়াবর্ধনে যেন এক টুইট করে জানিয়ে দিতে চাইলেন, 'ওয়ার্ল্ড ক্লাস' পারফরম্যান্স বলেই শ্রীলঙ্কা জিতেছে ম্যাচটা!

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-09-02T14:44:52+06:00
আপডেট হয়েছে - 2022-09-02T14:44:52+06:00
খেলার সারসংক্ষেপ
শ্রীলঙ্কা-বাংলাদেশের কথার লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন জয়াবর্ধনেও।
আফগানিস্তানের কাছে হারের পর শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন, আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ কম শক্তিশালী কারণ বাংলাদেশে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছাড়া 'ওয়ার্ল্ড ক্লাস' বোলার নেই। সেই কথার জবাবে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, 'আমি তো শ্রীলঙ্কার কোনো ওয়ার্ল্ড ক্লাস বোলারই দেখি না।'
এরপর লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে তাতিয়ে তুলেছিলেন নিজের উত্তরসূরিদের। লঙ্কান বোলার-ব্যাটাররা নিজেদের জাত ও 'ক্লাস' চেনাবেন, এমন আশা ব্যক্ত করেছিলেন। এক ফাঁকে চোট আক্রান্ত বাংলাদেশি তারকা নুরুল হাসান সোহান আবার হুংকার দিয়ে বলেছিলেন, 'কে সেরা মাঠেই দেখিয়ে দাও।'
শ্রীলঙ্কা বাংলাদেশকে বিদায় করে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিলেও তর্কযুদ্ধ থামেনি। ম্যাচ শেষে মাহেলা জয়াবর্ধনে যেন এক টুইট করে জানিয়ে দিতে চাইলেন, 'ওয়ার্ল্ড ক্লাস' পারফরম্যান্স বলেই শ্রীলঙ্কা জিতেছে ম্যাচটা!
টুইটে মাহেলা লিখেছেন, 'ছেলেরা দারুণ খেলেছ! চাপের মুখে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পাওয়া জয়। এখন নিশ্চিন্তে বলা যাচ্ছে, এটা (শ্রীলঙ্কার পারফরম্যান্স) ওয়ার্ল্ড ক্লাস পারফরম্যান্সই ছিল।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।