কোহলি সবসময় স্লেজিং করতে পছন্দ করে : মুশফিক
কোহলিকে নিয়ে কথা বলেছেন মুশফিক।

স্লেজিং করলে ভালো খেলেন কোহলি!
তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2023-10-19T23:57:19+06:00
আপডেট হয়েছে - 2023-10-20T00:00:59+06:00
ভারতীয় ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলি। বয়স ত্রিশের কোটা পার হলেও গড়ে যাচ্ছেন একের পর এক রেকর্ড। বাংলাদেশের বিপক্ষে রান তাড়ায় খেলেছেন ছয়টি চার ও চারটি ছক্কায় ৯৭ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংস। এই সেঞ্চুরিটি তার ক্যারিয়ারের ৪৮তম। হয়েছেন ম্যাচসেরাও। এই ম্যাচের আগেই কোহলিকে কথা বলেছেন বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিম।
বাংলাদেশের বিপক্ষে শতরান করেছেন কোহলি
ব্যাটিংয়ের বাইরে ফিল্ডিংয়েও দারুণ আগ্রাসী কোহলি। বিভিন্ন সময় তাকে স্লেজিং করতে দেখা যায়। ব্যতিক্রম দেখা যায়নি এবারের বিশ্বকাপেও। পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও পাক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকেও অদৃশ্য হাতঘড়ি নিয়ে বিদ্রূপ করতে দেখা গেছে কোহলিকে। নিজের শহর দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে পুরোটা সময় জুড়েই উচ্ছ্বসিত ছিলেন কোহলি।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ইঞ্জুরিতে পড়েছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এসময় বল করতে আসেন বিরাট কোহলি। তাছাড়া আইসিসি প্রকাশিত পয়েন্ট অনুসারে বিশ্বকাপে ফিল্ডিংয়ে সবচেয়ে বেশি ইমপ্যাক্টও কোহলির।
পুনেতে এবারের বিশ্বকাপের ১৭তম ম্যাচের আগে কোহলির বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। কোহলির সঙ্গে রাইভালরি নিয়ে কথা বলেছেন মুশফিক। মুশফিকের ভাষ্যমতে, কোহলি সবসময় স্লেজিং করতে পছন্দ করে।
স্টার স্পোর্টসকে মুশফিক বলেন, 'কিছু ব্যাটার স্লেজিং করতে পছন্দ করে এবং এটা নিয়ে উদ্দীপ্ত হয়। তাই আমি তাকে কখনো স্লেজিং করিনি। আমি সবসময় আমার বোলারদের বলি তারা যেন যত দ্রত সম্ভব তাকে আউট করে।'
চলমান বিশ্বকাপের ম্যাচে কোহলিকে দ্রুত আউট করতে পারেনি বাংলাদেশের বোলাররা। ফলে ভারতকে জিতিয়েই মাঠ ছেড়েছেন কোহলি।
ভারতের হয়ে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন কোহলি। এরপর থেকে প্রতিটি বিশ্বকাপে নকআউট পর্বে বাদ পড়েছে ভারত। তবে এবার কোহলি আছেন দুর্দান্ত ফর্মে। ৩৪ বছর বয়সে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে প্রথম চার ম্যাচে ৮৬ গড়ে করেছেন ২৫৮ রান। দুইটি হাফ সেঞ্চুরির পাশাপাশি করেছেন অপরাজিত সেঞ্চুরিও।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।