গম্ভীরের অধীনে নিরাপদে থাকবে ভারতের ক্রিকেট : লি
সাবেক সতীর্থকে প্রশংসায় ভাসালেন ব্রেট লি।

গম্ভীরের অধীনে নিরাপদে থাকবে ভারতের ক্রিকেট : লি
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-07-15T22:09:41+06:00
আপডেট হয়েছে - 2024-07-15T22:09:41+06:00
ভারতের ক্রিকেটে শুরু হতে যাচ্ছে গৌতম গম্ভীর অধ্যায়। রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষে ভারতের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন গম্ভীর। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ভারতের কোচের দায়িত্বে থাকবেন তিনি। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
গৌতম গম্ভীর এখন সামলাবেন ভারতের প্রধান কোচের দায়িত্ব।
ভারতের কোচ হওয়ার আগে আন্তর্জাতিক বা ঘরোয়া পর্যায়ে
কোথাও কোচিং করাননি গম্ভীর। তবে আইপিএলে কাজ করেছেন মেন্টর হিসেবে। আইপিএলের
সর্বশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্বে ছিলেন গম্ভীর। দায়িত্ব
নিয়েই যেন কেকেআরকে বদলে দেন তিনি। দাপুটে ক্রিকেট খেলে ১০ বছরের অপেক্ষার অবসান
ঘটিয়ে শিরোপা ঘরে তোলে কলকাতা। কেকেআরের শিরোপা জয়ের পেছনে গম্ভীরের অবদানের কথা
স্বীকার করেন দলের প্লেয়ার, কোচিং স্টাফের সদস্যরা।
২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সাত মৌসুম কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন গম্ভীর। তার অধীনে কেকেআরে খেলেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি। সাবেক সতীর্থ গম্ভীরের ভারতের কোচ হওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন লি। তার মতে, ভারতের ক্রিকেট সঠিক পথেই এগোচ্ছে, নিরাপদেই আছে।
ভারতের সংবাদমাধ্যম দ্যা টাইমস অব ইন্ডিয়ার সাথে আলাপকালে লি বলেন, ‘সে (গম্ভীর) যখনই সুযোগ পেয়েছে তখনই দারুণ কাজ করেছে। কেকেআরের হয়ে আইপিএলের শিরোপা জেতাটা এক্ষেত্রে সেরা উদাহরণ। সে সবসময় নিজের সেরা ছন্দে ছিল। সে সবসময় দলের ক্রিকেটারদের একসাথে রাখতে পারে। সে শক্ত একটি কাঠামো তৈরি করতে পারে। দারুণ একজন প্লেয়ার ছিল সে। তার আগ্রাসন এবং জেতার মানসিকতা ভারতকে সাহায্য করবে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের ক্রিকেটার হিসেবে সে সফল ছিল। গৌতম গম্ভীরকে কোচ হিসেবে পেয়ে ভারতের ক্রিকেট নিরাপদে আছে। রাহুলকে (দ্রাবিড়) অভিনন্দন চূড়ায় থেকে দায়িত্ব শেষ করায়।’
চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। এই সিরিজ দিয়েই শুরু হবে ভারতের ক্রিকেটের গৌতম গম্ভীর অধ্যায়।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।