
জাতীয় দলকে পাখির চোখ করেছেন মোসাদ্দেক
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-11-14T18:00:12+06:00
আপডেট হয়েছে - 2023-11-14T18:00:12+06:00
লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। বিশ্বকাপের স্কোয়াডে তো জায়গা মেলেনিই, বিশ্বকাপের ঠিক আগে ঘরের মাঠের নিউজিল্যান্ড সিরিজেও দলে ছিলেন না মোসাদ্দেক। এখন তাই তার সব মনোযোগ জাতীয় দলের দিকেই। [এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল]
জাতীয় দলে ফিরতে চান মোসাদ্দেক।
বর্তমানে ফিটনেস নিয়ে কাজ করছেন মোসাদ্দেক। সম্পূর্ণ ফিট হয়ে বিসিএল অথবা বিপিএল দিয়ে খেলায় ফিরতে চান তিনি। নিজের কাজ, পরিকল্পনা, প্রস্তুতি সবকিছু ঘিরেই আছে জাতীয় দল। আজ (১৪ নভেম্বর) মিরপুরে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব ব্যাপারে কথা বলেছেন মোসাদ্দেক।
মিরপুরে গণমাধ্যমকে মোসাদ্দেক বলেন, ‘বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পের পর থেকে একটু চোটে ছিলাম। প্রক্রিয়া মেনে ফিটনেস ঠিক করার চেষ্টা করছি। আশা করছি বিসিএল দিয়ে শুরু করব। তবে চোটসমস্যা যেহেতু আছে না পারলে বিপিএল থেকে শুরু করতে পারব। ফিট হওয়া এবং ফিটনেস নিয়ে কাজ করছি।’
কবে জাতীয় দলে ফিরতে চান এমন প্রশ্নের জবাবে মোসাদ্দেক বলেন, ‘আগে তো ফিট হতে হবে। রিকভার করতে হবে। অবশ্যই কাজ করছি জাতীয় দলে খেলার জন্যই। কোনো একটি টুর্নামেন্টকে লক্ষ্য করে শুরু করে সেখানে ভালো করে জাতীয় দলে ফেরা। সেখানে ফিট হওয়া, কাজ করা, চেষ্টা করা সবকিছু জাতীয় দলের জন্যই। যত ভালো সার্ভিস জাতীয় দলকে দিতে পারি এখনও অনেক কিছু দেওয়ার আছে দলকে। এখান থেকে ঘুরে দাঁড়িয়ে সামনে ভালো করে দলকে কিছু দেওয়ার চেষ্টা করব।’
দলের বাইরে থাকার সময়ে নিজের অনুভূতি সম্পর্কে জানাতে গিয়ে মোসাদ্দেক বলেন, ‘একটু কঠিন আসলে একা একা অনুশীলন করা। এখন মিরপুরে আমরা অনুশীলন করতে পারছি। কোচিং স্টাফ হয়ত সবাই নেই। ইফতি ভাই আছে, ফিজিও হিসেবে সানি ভাই আছেন। উনাদের সাথে কাজ করছি। চেষ্টা করছি আমাদের কিছু থ্রোয়ার আছে তাদের নিয়েই কাজ করছি। আসলে বেশি ম্যাচ খেলতে পারলে হয়ত ভালো পারফরম্যান্স আসত। কারণ তখন (শেষবার জাতীয় দলে যখন খেলেছেন) অনেক ভালো ছন্দে ছিলাম, ভালো খেলছিলাম। হয়তবা টিম কম্বিনেশনের কারণে দল থেকে বাদ পড়েছিলাম। এখন চেষ্টা করছি আবার ফেরার। সুযোগ পেলে আরও ভালো খেলার চেষ্টা করব।’
ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চলতি মাসের শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।