বিজয়ের তাণ্ডবের দিনেও অনায়াসে জিতলেন সাব্বিররা

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-09-25T00:33:06+06:00
আপডেট হয়েছে - 2024-09-25T00:33:06+06:00
আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-২০। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তা আরও ছোট হয়ে এসেছে টি-টেন। সেই টি-টেনে যেমন ব্যাটিং চাই, ঠিক তেমন ব্যাটিং নিয়েই হাজির হলেন এনামুল হক বিজয়। আগের ৩ ম্যাচে ১৩ বলে ১০ রান করা বাংলাদেশি এই উইকেটরক্ষক ব্যাটার এবার ব্যাট করেছেন ৩৬৬.৬৭ স্ট্রাইক রেটে। যদিও তার এই তাণ্ডবের দিনেও ম্যাচ জিতেছে সাব্বির রহমানের দল হারারে বোল্টস।
জিম-আফ্রো টি-টেন লিগের ১১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সাব্বিরের দল হারারে বোল্টস ও বিজয়ের দল বুলাওয়ে ব্রেভস। সাব্বির আগের ম্যাচগুলোর ব্যর্থতার কারণে এদিন সুযোগ না পেলেও বিজয় ছিলেন একাদশে। দল তার ওপর আস্থা রেখে এবার ব্যাটিংয়ে পাঠায় ওয়ান ডাউনে। আর সেই সুযোগ দুহাতে আঁকড়ে ধরে মাত্র ৬ বলে ২২ রানের ক্যামিও খেলেন বিজয়, হাঁকান একটি চার ও তিনটি ছক্কা। আফতাব আলমের বলে লাহিরু মিলান্থার হাতে ক্যাচ দিয়ে দ্রুতই অবশ্য সাজঘরে ফিরতে হয় তাকে। তবে ম্যাচের সবচেয়ে বেশি স্ট্রাইক রেটের অধিকারী হয়েই ছিলেন এই তারকা।
ওয়েসলি মাধেবেরের সাথে এদিন ইনিংসের সূচনা করেন ডেভিড ওয়ার্নার, ছিলেন অধিনায়কও। দুজনই ছিলেন ফ্লপ। কোবি হার্ফট ও লরি ইভান্সও ছিলেন মলিন। কার্লোস ব্রাথওয়েট ১০ বলে করেন ১৩ রান। নিক হবসন ১৭ বলে ৩৫ রান করে বিজয়ের সাথে তাল না মেলালে দল লড়াই করার মতো পুজিও পেত না। শেষপর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৬ রান দাঁড়ায় বুলওয়ের সংগ্রহ।
জবাব দিতে নেমে হারারে বোল্টস অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে নেয় ৭.৪ ওভারে, তাও ৭ উইকেট হাতে রেখে। আর এতে মূল কৃতিত্ব দলের অধিনায়ক দাসুন শানাকার। যিনি মাত্র ১৮ বল মোকাবেলা করে একটি চার ও চারটি ছক্কায় ৪৭ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এছাড়া জিমি নিশাম ৯ বলে করেন ১৭ রান। প্রথম দুই ম্যাচে একাদশে থাকা সাব্বির গত ম্যাচে খেলেছিলেন ইমপ্যাক্ট সাব হিসেবে। এই ম্যাচে অবশ্য তার আর ব্যাটিংয়ের সুযোগ হয়নি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।