██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বিদেশি লিগগুলোর মতো বিপিএলের ‘প্রচারণায়’ যে সমস্যাটা দেখছেন মিঠুন

এবারের বিপিএল টি-টোয়েন্টির শুরু থেকেই থাকছে ডিআরএস। মূলত গত আসরের শুরুতে এই প্রযুক্তি না থাকায় টুর্নামেন্টের শুরুতেই বিতর্কের সৃষ্টি হয়েছিল।

বিদেশি লিগগুলোর মতো বিপিএলের ‘প্রচারণায়’ যে সমস্যাটা দেখছেন মিঠুন
Afrid Mahmud Rifat

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-01-18T17:58:29+06:00

আপডেট হয়েছে - 2024-01-18T17:58:29+06:00

মিঠুনের চোখে গতবারের বিপিএলের চেয়ে এবারের বিপিএল প্রযুক্তির দিক দিয়ে একটু এগিয়ে। তবে সবমিলিয়ে যা আছে সেগুলো নিয়েই সন্তুষ্ট থেকে টুর্নামেন্ট খেলার প্রত্যাশা তাঁর। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

প্লেয়ারদের-মাধ্যমেও-হচ্ছে-না-বিপিএলের-প্রচারণা

বিপিএলের সঙ্গে একই সময়ে বিশ্বে আরও টি-টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে। যে কারণে ক্রিকেটার সংকটের পাশাপাশি প্রযুক্তিগত সংকটও দেখা যায় গত বিপিএলে। ডিআরএসের বদলি এডিআরএস ব্যবহৃত হয়েছে। আর এডিআরএস প্রযুক্তিতে অনেক বিতর্কিত সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এবার শুরু থেকেই থাকছে ডিআরএস। যে কারণে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলরের প্রশংসা করেছেন সিলেট স্ট্রাইকার্সের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

“আসলে আমরা প্লেয়ার হিসেবে এতো পার্থক্য তো খুঁজি না। কীভাবে আমরা ভালো করতে পারি, দলের জন্য অবদান রাখতে পারি, এসব প্রস্তুতি নিয়েই ব্যস্ত থাকি। আমরা ঐসবেই ফোকাস করছি। যদি আপনি পার্থক্যের কথা বলেন- গতকাল আমি মিটিংয়ে ছিলাম। সেখানে জানিয়েছে ডিআরএস এবার প্রথম থেকেই থাকছে যা কিনা আগেরবার ছিল না। এটা প্রশংসা করার মতো।”

একটা সময় আইপিএলের পরেই অবস্থান ছিল বিপিএলের। তবে মানের দিক দিয়ে অন্য টুর্নামেন্টগুলোর সঙ্গে পেরে উঠতে না বিপিএল। আর এই কারণেই মিঠুনের কাছে প্রশ্ন গিয়েছিল বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ ও বিপিএলের মধ্যে পার্থক্য কোথায়?

“আসলে আমরা তো আইপিএল বা পিএসএল টিভিতেই দেখি। ভেতরের পরিবেশটা দেখার সুযোগ হয়নি। সুযোগ সুবিধা বাড়লে অবশ্যই আমরা খুশি হবো। কিন্তু সো ফার যেটা হচ্ছে এটার সঙ্গে মানিয়ে নিয়ে সেরাটা দেওয়া যায়।”

আইপিএল-পিএসএলের এমনকি নতুন দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগগুলো প্রচারণায় সম্প্রচারকারী টিভি চ্যানেলের পাশাপাশি ক্রিকেটাররাও যুক্ত হন। তবে বিপিএলে এমন দেখা যায় না। যে কারণে বিপিএলের বার্তাও বিদেশি মানুষদের কাছে কম পৌঁছাচ্ছে। মিঠুন জানালেন- আগে থেকেই যদি তাঁরা জানতে পারেন তাহলে এমন প্রচারণা করা সম্ভব।

“এটা ভালো একটা প্রশ্ন করেছেন। আমরা আগে থেকে যদি প্রস্তুত হই তাহলে এগুলো দেওয়া সম্ভব। কারণ আমি যখন এলপিএলে খেলতে গিয়েছি ওরা একমাস আগে আমার কাছ থেকে ভিডিও চেয়েছে। আমাদের কাছে যখন চাওয়া হয় তখন কিন্তু আমরা দিতে বাধ্য। কারণ আমরা তাঁদের সঙ্গে চুক্তিবদ্ধ। টিম ম্যানেজমেন্ট বা দল থেকে যখন বলা হবে তোমার পেজে ভিডিও আপলোড করো… আমার পেজেও পেসারদের নিয়ে একটি ভিডিও দেওয়া হয়েছে। দল থেকে যখন আসবে তখন আমরা দিতে বাধ্য।”

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.