বিশ্বাস রাখলে টাইগাররা ছায়া-ফল দুই-ই দেবে : মুশতাক

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-10-30T19:04:06+06:00
আপডেট হয়েছে - 2024-10-30T22:27:41+06:00
বিশ্বাস… দল যে পরিস্থিতিতেই থাকুক না কেন, মুশতাক আহমেদ টাইগারদের ওপর বিশ্বাস হারান না। এবার নিয়ে এলেন গাছের উদাহরণ। একটি গাছ রাতারাতি বড় হয়ে যায় না, যত্ন করলে একসময় ফল ও ছায়া দুই-ই দেয়। কিন্তু কথা হলো, একটি টেস্ট দলকে যদি গাছের সাথেই তুলনা করা হয়, ২৪ বছর সময় কি যথেষ্ট নয়?
একটি করে বছর যাচ্ছে, বাংলাদেশ টেস্ট দলের এক এক করে বয়স বাড়ছে। একে একে ২৪ বছর চলে গেল, হামাগুড়ি দিয়ে হাঁটার যেন অবসান নেই। বল হাতে নিলে প্রতিপক্ষকে আউট করতে না পেরে সেশনের পর সেশন খেটে যাওয়া। আবার সেই উইকেটেই ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়া। গাছের মতো পরিচর্যা কি এই দলটার সর্বরোগের চিকিৎসা?
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও হারের শঙ্কায় বাংলাদেশ। দয়া দেখিয়ে প্রোটিয়ারা ৫৭৫ রানে ইনিংস ঘোষণার পর ৩৮ রান জড়ো করতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। টেস্টের বাকি আস্ত তিনটি দিন। সামনে যে কী লজ্জাজনক পরিস্থিতি অপেক্ষা করছে, তা না বললেও চলে।
তবে মুশতাক আহমেদ এই দলকে নিয়েই বিশ্বাসের আবাস গড়েছেন। তার ভাষায়, ‘একদিনে একটি গাছ বড় করতে পারবেন? পানি দিতে হবে, বিশ্বাস রাখতে হবে গাছটি বড় হবে; একজন গার্ডেনার হিসেবে তো আমরা এটাই করতে পারি। আমরাও এটা করি। একদিনে গাছ বড় করতে পারবেন না। একদিন না একদিন, দ্রুত অথবা দেরি হোক, তারা ছায়াও দেবে ফলও দেবে।’
কিন্তু মুশতাক বোধহয় ধরতে পারেননি, রাজ্যের পরিচর্যার পরও বাংলাদেশ টেস্ট দল নামের গাছটার বেড়ে ওঠার লক্ষণ নেই। তিনি তবু বিশ্বাস হারাতে চান না। বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস- ৩ বার এই ম্যাজিক্যাল শব্দ খুঁজে, জাদুর মতোই যেন হাতড়ে বেড়ালেন বাংলাদেশের টেস্ট মেজাজের পারফরম্যান্স।
‘এই খেলাটা হলো বিশ্বাসের। পরিস্থিতি বুঝতে হবে। যত দ্রুত বুঝবে, আমি বিশ্বাস করি ঘুরে দাঁড়াবে। পাকিস্তান সিরিজে তারা অনেক ভালো খেলেছে। ২৬ রানে ৬ উইকেট পড়ার পরও ম্যাচ জিতেছে। বারবার এটাই আপনাদের বলায় আমি দুঃখিত। কিন্তু এটাই প্রমাণ করে, যা আমরা দেখিয়ে ওদের বলি- তোমরা ঘুরে দাঁড়াতে পারো। বিশ্বাস রেখে স্কিলে উন্নতি করতে হবে।’
টাইগাররা তাদের গুরুদের এই বিশ্বাসের মূল্য দিতে পারবে কিনা কে জানে! তবে দল যখন ছাইয়ে রূপ নেয় প্রতিপক্ষের দাপটে ভস্ম হয়ে, তখনও মুশতাক আদুরে মালীর মতো পানি ঢেলে যান…
‘এই পরিস্থিতিতেও একটা কথা বলে রাখি, আমি বিশ্বাস করি তারা ভালো দল হয়ে উঠতে পার, যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে। টি-২০ বিশ্বকাপ, পাকিস্তান সিরিজ দেখুন… প্রক্রিয়া অনুসরণ করে গেলে বাংলাদেশ দল ভালো দল হয়ে উঠবে।’
বাংলাদেশ টেস্ট দল কি আদৌ কখনও পারবে, এই বিশ্বাসের মূল্য দিতে?
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।