বেয়ারস্টোকে টেনিস বলে ‘কিপিং’ অনুশীলন করতে বললেন গিলক্রিস্ট
এজবাস্টনে বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছেন ইংল্যান্ড দলের উইকেটকিপার জনি বেয়ারস্টো। পরবর্তীতে সেটির মাশুলও দিয়ে হয় ইংল্যান্ডকে।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-06-23T17:51:53+06:00
আপডেট হয়েছে - 2023-06-23T17:51:53+06:00
উইকেটকিপিংয়ের স্কিল বাড়াতে বেয়ারস্টোকে লর্ডস টেস্টের আগে টেনিস বলে অনুশীলনের পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট।
গ্রিনের-স্ট্যাম্পিং-মিস-করেন-বেয়ারস্টো
চোট থেকে ফিরেছেন অ্যাশেজ দিয়েই। বেয়ারস্টোর আগে ষ্ট্যাম্পের পেছনের দায়িত্ব সামলেছেন ফোকস। তবে অ্যাশেজে পুরনো দায়িত্ব ফিরে পেলেন এই ব্যাটসম্যান। তবে ফিরেই এখনও জট বাঁধা রয়েছে তাঁর। কিপিংয়ে দুর্বলতাও লক্ষ্য করা গেছে।
এজবাস্টনে প্রথম ইনিংসে ক্যামেরন গ্রিনের স্ট্যাম্পিং মিস করতে দেখা যায় বেয়ারস্টোকে। সেই সঙ্গে আরও বেশ কিছু ক্যাচ ধরার সুযোগও ছিল। গিলক্রিস্ট বেয়ারস্টোর উদ্দেশে একটি পরামর্শ দেন। তাঁকে টেনিস বলে কিপিং অনুশীলন করতে বললেন এই অজি সাবেক ক্রিকেটার।
“আমি মনে করি তাঁর উইকেটকিপিংটাও ভালো করা প্রয়োজন। সে দুর্দান্ত একজন ক্রীড়াবিদ। এই মুহূর্তে একটু বাজে ফর্মে আছে। উইকেটের পেছনে তিন-চারটি ক্যাচ পড়ার ঘটনা কিন্তু খুব বেশি নেই।”
তিনি আরও যোগ করেন, “অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ক্যামেরন গ্রিনের স্টাম্পিংটা করতে পারলে অস্ট্রেলিয়া ১৪০/৫ হয়ে যেত। ওই স্টাম্পিংটা খুবই সহজ ছিল। বলটা স্পিন ও বাউন্স খেয়ে একটু বেরিয়ে যাচ্ছিল। বেয়ারস্টো ঠিকমতো সেটি গ্লাভসে নিতে পারেনি। তাঁর উচিত টেনিস বলে অনুশীলন করা। সেটা করতে হবে ইনার গ্লাভস পরে। এতে উপকার হতে পারে বলে আমি মনে করি।”
প্রথম ইনিংসে ব্যাট হাতে ৭৮ বলে ৭৮ রানের ইনিংস খেলেন বেয়ারস্টো। দ্বিতীয় ইনিংসে ২০ রানেই শেষ হয় ইনিংস। গিলক্রিস্ট বলছেন তাঁর ফর্ম নিয়ে অস্থির হওয়ার কিছু নেই। চোট থেকে মাত্রই সেরে উঠেছেন। একটু সময় লাগবে।
“বেয়ারস্টোর ফর্ম নিয়ে সমস্যার কিছু নেই। এতে অস্থির হওয়ারও কিছু নেই। বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামও তেমন অস্থির হওয়ার মতো মানুষ নন। নিজেদের সৈনিকদের প্রতি তাদের আস্থা অনেক। সে একটা বড় ধরনের চোট থেকে সেরে উঠেছে। ফর্মে ফিরতে তাঁর একটু সময় লাগবে। সে ব্যাটিং ফর্ম ফিরে পাওয়ার অনুশীলন করছে।”
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।