ব্যাটাররা সোহানকে দেখে শিখবেন, আশা সাকিবের
হতাশার অ্যান্টিগা টেস্টে সোহানের পারফরম্যান্স নজর কেড়েছে।

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-06-19T21:28:14+06:00
আপডেট হয়েছে - 2022-06-19T21:28:14+06:00
খেলার সারসংক্ষেপ
ঘরোয়া ক্রিকেটে চোখ ধাঁধানো পারফরম্যান্সে জাতীয় দলের দরজা খুলে যায় নুরুল হাসান সোহানের জন্য। তবে যে প্রত্যাশা নিয়ে ফিরেছেন জাতীয় দলে, এতদিন সেই প্রত্যাশা পূরণ করার মত পারফরম্যান্স করতে পারেননি। তবে হতাশার অ্যান্টিগা টেস্টে সোহানের পারফরম্যান্স নজর কেড়েছে।
সোহান ও সাকিবের ব্যাটে চড়েই ইনিংস পরাজয় ঠেকায় বাংলাদেশ।
ব্যাট হাতে সতীর্থরা যখন নিদারুণ ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, সোহান তখন চাপ সামলে খানিক স্বস্তি এনে দিয়েছিলেন বাংলাদেশকে। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও চওড়া ছিল সাকিবের ব্যাট। সাকিবের পাশে যখন কেউ ছিলেন না, সোহানই তখন দাঁড়িয়ে যান তার সঙ্গী হয়ে।
দ্বিতীয় ইনিংসে ৭ম উইকেটে সাকিব ও সোহান গড়েন ১২৩ রানের পার্টনারশিপ। ১৪৭ বলের মোকাবেলায় ৬৪ রানের ধৈর্যশীল এক ইনিংস খেলেন সোহান। সাকিব মনে করেন, চাপের মুখে খেলা সোহানের এই ব্যাটিং দেখে অন্যদেরও শেখা উচিৎ।
সোহানকে প্রশংসার সাগরে ভাসিয়ে তিনি বলেন, 'এই ইনিংস থেকে অনেক কিছু শেখার আছে। নুরুল সত্যিই ভালো খেলেছে। সে চাপে ছিল; বলব না তার ওপর কোনো চাপ ছিল না। সে যেভাবে সেই চাপ সামলেছে, তাতে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছে। অন্য ব্যাটারদের ওর মত চ্যালেঞ্জ নেওয়া উচিৎ। এই মানসিকতা নিয়ে পরের ম্যাচে ভালো খেলতে হবে।'
দ্বিতীয় ইনিংসে সাকিবের সাথে সোহানের ব্যাটিং বাংলাদেশের পরাজয় ঠেকাতে না পারলেও ঠেকিয়েছে ইনিংস পরাজয়। টেস্ট দলের দুঃসময়ে সোহান যে ছন্দে ফিরেছেন, আপাতত এটাই বড় স্বস্তি টাইগার সমর্থকদের জন্য।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।