বয়স ৩৫ পেরিয়েও জাতীয় দলে ফিরতে আত্মবিশ্বাসী ইমরুল
ইমরুল কায়েসের সমবয়সী অনেক ক্রিকেটার এখনও জাতীয় দলে নিয়মিত খেলছেন। তাই বয়সকে বাঁধা মনে না করে এখনও জাতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন ইমরুল।

Adnan Ahmedক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-07-03T19:04:45+06:00
আপডেট হয়েছে - 2022-07-03T20:09:41+06:00
খেলার সারসংক্ষেপ
২০০৮ সালে জাতীয় দলে অভিষেকের পর তিন ফরম্যাটেই নিয়মিত খেলেছেন ইমরুল কায়েস। তবে সেই ইমরুল এখন দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে। জাতীয় দলের জার্সি গায়ে ২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছেন। বাংলাদেশ টাইগার্সের হয়ে রাজশাহীতে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) বিপক্ষে চারদিনের ম্যাচ শেষে বিডিক্রিকটাইমের মুখোমুখি হয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। ইমরুলের সঙ্গে সেই সাক্ষাৎকারে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প, চারদিনের ম্যাচের গল্পের পাশাপাশি জাতীয় দলের ফেরার ব্যাপারে এই ক্রিকেটারের আত্মবিশ্বাসী সুর উঠে এসেছে।
জাতীয় দলে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী ইমরুল।
বাংলাদেশ টাইগার্স নিজেদের দ্বিতীয় দফার ক্যাম্প শেষে বিসিবির তত্বাবধানে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে এইচপির বিপক্ষে একটি চারদিনের ম্যাচে মুখোমুখি হয়। যে ম্যাচে ইমরুল কায়েস, সৌম্য সরকার ও নাঈম শেখদের নিয়ে গড়া বাংলাদেশ টাইগার্স ৯ উইকেটের বড় ব্যবধানে জয় লাভ করেছে। প্রথম ইনিংসে ৩৫ বলে ২৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬৯ বলে ৬৮ রানের অপরাজিত এক ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রেখেছেন ইমরুল।
রাজশাহীতে চারদিনের এই ম্যাচটি দারুণ উপভোগ করেছেন ইমরুল। বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প ও চারদিনের ম্যাচের অভিজ্ঞতা সম্পর্কে বিডিক্রিকটাইমকে তিনি বলেন, “ব্যাটিং অনুযায়ী নিজের খুব ভালো লেগেছে। আপনি জানেন যে, সাদা বল ও লাল বলের ক্রিকেট অবশ্যই আলাদা৷ কারণ এটার মাইন্ড সেটআপ বলেন, টেকনিক সবকিছুই (আলাদা)। যে জিনিসগুলো নিয়ে লাস্ট এক মাস আমরা কাজ করেছি, ঐ জিনিসগুলো এখানে কিভাবে প্রতিফলন করছি, এটা একটা দেখার বিষয় ছিল। সবকিছু মিলিয়ে ভালো ছিল।”
প্রায় আড়াই বছর আগে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী ইমরুল। বয়স ৩৫ পেরিয়ে গেলেও এখনও জাতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। সমবয়সী সাকিব-তামিমরা এখনও আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়াতে পারলে, ইমরুলও পারবেন বলে তাঁর বিশ্বাস।
এখনও জাতীয় দলে ফেরার সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে ইমরুল বলেন, “কেন নাই, অবশ্যই মনে করি। কারণ আমার সাথে যারা খেলছে... আপনি যদি দেখেন যে সিনিয়র প্লেয়ার যারা আছে, তারা তো আমার বয়সী। ওরা যদি এখনও খেলতে পারে, তাহলে আমি কেন পারবো না। অবশ্যই পারব।”
জাতীয় দলে ফেরার ব্যাপারেও মানসিকভাবে তৈরি ইমরুল। তিনি মনে করেন, বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে মানসিক ও টেকনিক্যাল সমস্যাগুলো নিয়ে কাজ করায় এখান থেকে যে ক্রিকেটাররা জাতীয় দলে সুযোগ পাবে, তারাই ভালো করবে।
ইমরুল বলেন, “(জাতীয় দলে ফেরার ব্যাপারে) মেন্টালি তো অবশ্যই তৈরি। আমাদের এই ক্যাম্পটার উদ্দেশ্যই কিন্তু যখন ন্যাশনাল টিমে প্লেয়ার প্রয়োজন হবে, ঐ প্লেয়ারের জায়গা পূরণ করার জন্য। আমরা সবাই সেভাবেই মেন্টালি, টেকনিক্যালি যে সমস্যাগুলো ছিল, সেগুলো নিয়ে কাজ করছি। আমি আশা করি, যে যখনই সুযোগ পাবে, ভালো কিছু করবে।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।