মোসাদ্দেকের টর্নেডো ইনিংস, রান-ফোয়ারায় শুরু বিসিএল

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2023-12-24T13:01:09+06:00
আপডেট হয়েছে - 2023-12-24T13:03:41+06:00
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ২০২৩-২৪ মৌসুমে ওয়ানডে সংস্করণের প্রথম দিনই দেখা গেছে রানের ফোয়ারা। প্রথম রাউন্ডের দুটি ম্যাচেরই প্রথম ইনিংসে বড় স্কোর জড়ো হয়েছে। ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেছেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে একটি ম্যাচে দক্ষিণাঞ্চলের প্রতিপক্ষ উত্তরাঞ্চল। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৫ রান জড়ো করে দক্ষিণাঞ্চল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান আসে মোসাদ্দেকের ব্যাট থেকে। মাত্র ৪৪ বলের মোকাবেলায় ৭টি চার ও ৩টি ছক্কায় এই ইনিংস সাজান তিনি।
এছাড়া যুব এশিয়া কাপের সেরা ব্যাটার আশিকুর রহমান শিবলি ৭৪ বলে ৬০ রান করেন। অর্ধশতক হাঁকিয়েছেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার মার্শাল আইয়ুব। ৮০ বলে ৬১ রান করে থামে তার ইনিংস। এছাড়া ১৯ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন সোহাগ গাজী। উত্তরাঞ্চলের পক্ষে ইয়াসিন আরাফাত মিশু শিকার করেন জোড়া উইকেট।
অন্য ম্যাচে পূর্বাঞ্চলের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৮৮ রান জড়ো করেছে মধ্যাঞ্চল। দলের পক্ষে ৯৫ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। মাত্র ৫ রানের জন্য শতক হাতছাড়ার দিকে ৮৬ বল মোকাবেলা করে ৬টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া নাঈম ইসলাম ৫৭ বলে ৫৫ ও নাঈম শেখ ৬৭ বলে ৪৮ রান করেন। পূর্বাঞ্চলের পক্ষে খালেদ আহমেদ তিনটি এবং রেজাউর রহমান রাজা দুটি উইকেট শিকার করেছেন।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণাঞ্চল বনাম উত্তরাঞ্চল
দক্ষিণাঞ্চল ৩০৫/৫ (৫০ ওভার)
মোসাদ্দেক ৬৯, মার্শাল ৬১, শিবলি ৬০
মিশু ৫০/২, নাহিদুল ৩৯/১
মধ্যাঞ্চল বনাম পূর্বাঞ্চল মধ্যাঞ্চল ২৮৮/৭ (৫০ ওভার)
অঙ্কন ৯৫, নাঈম ৫৫, নাঈম শেখ ৪৮
খালেদ ৬৯/৩, রাজা ৬৪/২
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।